সাংবাদিক তারেক শাকিলের বাবার মৃত্যু
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও বাংলা ট্রিবিউনের চিফ রিপোর্টার সালমান তারেক শাকিলের বাবা হাফেজ মোহাম্মদ নূরুজ্জামান (৭৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিজ্ঞাপন
মৃত্যুকালে হাফেজ মোহাম্মদ নূরুজ্জামান স্ত্রী রায়হানা আকতারসহ চার সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি ২০২০ সাল থেকে শারীরিক অসুস্থতার কারণে শয্যাশায়ী ছিলেন।
হাফেজ মোহাম্মদ নূরুজ্জামান মৃত্যুর আগে ধর্মঘর মাদ্রাসা তাহফিজুল কোরআনের আজীবন প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতা জীবনের প্রায় পুরো সময় তিনি দারুল উলুম হরষপুর হেফজ বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করেন।
এএইচআর/এসএম