ঠাকুরগাঁওয়ের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যা আজও কোথাও প্রকাশ পায়নি, আবার অনেক বিষয় প্রকাশ পাওয়ার পরও কোনো কাজ হচ্ছে না। এসব বিষয়কে গুরুত্ব দিয়ে ঢাকার বুকে ঠাকুরগাঁওকে তুলে ধরে আশা রাখি দারুণভাবে কাজ করবে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতৃবৃন্দ।

শনিবার রাজধানীর বাংলামোটরে রুপায়ন ট্রেড সেন্টারের ওয়াটারফল রেস্টুরেন্টে আয়োজিত ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার ইফতার মাহফিলে আগত অতিথিরা এসব বক্তব্য রাখেন।

তারা বলেন, দীর্ঘদিন ধরে শুনছি ঠাকুরগাঁও বিমানবন্দর চালু হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বিমানবন্দরটা চালু হওয়া খুব জরুরি। একইভাবে ঠাকুরগাঁওয়ে গ্যাস পৌঁছানো ও ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ করা এখন সময়ের দাবি। দেশের অন্যান্য সব জেলায় যেভাবে উন্নয়নের ছোয়া লেগেছে সেভাবে লাগেনি আমাদের ঠাকুরগাঁওয়ে। সারাদেশে সুষম উন্নয়ন হলে আমরা পিছিয়ে থাকতাম না। ঠাকুরগাঁওয়ের উন্নয়নের ক্ষেত্রে দলমত নির্বিশেষে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার দেলওয়ার হোসেন। 

সংগঠনের সভাপতি ও ঢাকা পোস্টের যুগ্ম বার্তা সম্পাদক মাহাবুর আলম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে এসব বক্তব্য রাখেন, ঢাকাস্থ ঠাকুরগাঁও জেলা সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার আলী, ডেপুটি অ্যার্টনি জেনারেল নুর উস সাদিক, রেল মন্ত্রণালয়ের উপসচিব তৌফিক ইমাম লাবণ্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক আরিফ হোসেন, বিশিষ্ট ঠিকাদার মতিউর রহমান মতি ও নিউ ভিশন গ্রুপের পরিচালক বেলাল হোসেন।

সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মসিউর রহমান ও মানিক মুনতাসির, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, দপ্তর সম্পাদক লতিফুর রহমান ও নারী-প্রশিক্ষণ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসমত জেরিন স্মিতা।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রথম আলোর ডেপুটি নিউজ এডিটর তুহিন সাইফুল্লাহ, একাত্তর টেলিভিশনের ফিচার এডিটর নুর তানজিম নীর, ইনকিলাবের প্রধান প্রতিবেদক ফারুক হোসেন, এটিএন বাংলার রিপন হোসেন, নিউজবাংলার হেলাল শুভ, প্রথম আলোর ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট বিভাগের টিম ডিলটার আবু সাঈদ ও আমিনুর রহমান হৃদয়, চ্যানেল আইয়ের তাহফিমুল ইসলাম ও এখন টিভির ফরহাদ বিন নুর।

আরও উপস্থিত ছিলেন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন অব ঠাকুরগাঁওয়ের সভাপতি তারেক রায়হান ও ঠাকুরগাঁও জেলা ছাত্রকল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকার সমন্বয়ক মেহেদী হাসান মৃদু চৌধুরী।

এমএএস