দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (ডিআইইউসাস)। 

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা পোস্টের বারিধারার কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানান ডিআইইউসাসের সদস্যরা। 

এসময় ডিআইইউসাসের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, বাংলাদেশের অন্যতম অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট-এর তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে ডিআইইউসাসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে ঢাকা পোস্ট-এর ধারাবাহিক সাফল্য কামনা করছি। দেশের কল্যাণে ঢাকা পোস্ট বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে আরও এগিয়ে যাবে। 

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি ইসমাম হাসান মবিন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম প্রামানিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজওয়ানুল হক রিজু, কার্যনির্বাহী সদস্য জাকারিয়া হোসেনসহ আরও অনেকে।

‘সত্যের সাথে সন্ধি’— এই স্লোগানকে ধারণ করে করোনা মহামারির মধ্যে ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে ঢাকা পোস্ট। ইউএস বাংলা গ্রুপের মালিকানাধীন অনলাইন নিউজ পোর্টালটি ইতোমধ্যে দেশের শীর্ষ গণমাধ্যমের তালিকায় উঠে এসেছে।

এমএম/এফকে