ঢাকা পোস্টের তৃতীয় বর্ষে পদার্পণে বাংলাদেশ ন্যাপের শুভেচ্ছা
দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের তৃতীয় বর্ষে পদার্পণ করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গনি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এক বার্তায় তারা প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকার সকল সাংবাদিক এবং যারা এই পত্রিকা প্রকাশের সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি ঢাকা পোস্টের পাঠক ও শুভানুধ্যায়ীদেরও শুভেচ্ছা জানান তারা।
বিজ্ঞাপন
নেতৃদ্বয় বলেন, অল্প সময়ে ঢাকা পোস্ট পাঠকের কাছে অত্যন্ত প্রিয় একটি অনলাইন পত্রিকা হিসাবে স্থান পেয়েছে। প্রতিষ্ঠার পর অল্পদিনেই জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে এক ঝাঁক তরুণ কর্মীর প্রচেষ্টায়।
পাঠকপ্রিয় এই অনলাইন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা প্রত্যাশা করি, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য সামনের দিনগুলোতে যে সংগ্রামে জাতিকে অবতীর্ণ হতে হবে, সেই লড়াইয়ে জনমত গঠনে তারা সাহসী ভূমিকা পালন করবে।
তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক দেশ গড়ার অঙ্গীকার পালনে ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণে ঢাকা পোস্ট সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা, সততা তথা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথিকৃৎ হয়ে থাকবে।
প্রতিষ্ঠার পর থেকে এ অনলাইন নিউজ পোর্টাল বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করায় সবার কাছে প্রশংসিত হয়েছে। আগামী দিনেও ঢাকা পোস্ট দেশ ও জাতির সমৃদ্ধির অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা পালন করবে- এমন প্রত্যাশা রইল।
এমএম/ওএফ