সফলতার দুই পেরিয়ে তিন বছরে যাত্রা শুরু করলো দেশের শীর্ষস্থানীয় অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্ট ডট কম। তারুণ্যে ভরা এ গণমাধ্যম প্রতিনিয়তই দেশ-বিদেশের খবরে পাঠকের মধ্যে দ্যুতি ছড়াচ্ছে। ঢাকা পোস্টের তিন বছরে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এসে শুভেচ্ছা জানিয়েছে অনলাইন ট্রাভেল এজেন্ট (ওটিএ) শেয়ার ট্রিপ।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা পোস্ট কার্যালয়ে এসে শুভেচ্ছা জানান শেয়ার ট্রিপের ম্যানেজার (এইচআর, এডমিন) এইচ. এন. আশিকুর রহমান এবং শেয়ার ট্রিপের চিফ অপারেটিভ অফিসার (সিইও) সোহেল বিন মাজেদ। এসময় তারা ঢাকা পোস্ট সম্পাদক মহিউদ্দিন সরকারের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সময়ের পরিবর্তনে এবং প্রযুক্তির উৎকর্ষতায় গণমাধ্যমের বিকাশ ও সাংবাদিকতার ধরন প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে বিশ্বব্যাপী। বাংলাদেশও পরিবর্তনের এ ধারায় পিছিয়ে নেই। ঢাকা পোস্ট বাংলাদেশের সংবাদ জগতে পরিবর্তনের ধারায় ‘অগ্রপথিক’ হিসেবে ভূমিকা পালন করছে বলে অভিমত আগতদের।

‘সত্যের সাথে সন্ধি’— এ স্লোগানকে ধারণ করে করোনা অতিমারির মতো বিরুদ্ধ পরিবেশের মধ্যে ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে ঢাকা পোস্ট। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ঢাকা পোস্টের দুরন্ত যাত্রার শুভ উদ্বোধন করেন। আজ ঢাকা পোস্টের দ্বিতীয় বর্ষপূর্তি।

এসআর/এসএসএইচ/