তেজগাঁওয়ে সাংবাদিকের বাসায় হামলার অভিযোগ
দি এশিয়ান এজ পত্রিকার সাংবাদিক জামিল হোসেনের বাসায় হামলার অভিযোগ উঠেছে। এ বিষয়ে তিনি রাজধানীর তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সোমবার (১৫ মার্চ) সকালে তেজগাঁও থানার ডিউটি অফিসার মিরাজুল ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিউটি অফিসার জানান, জামিল হোসেন দীর্ঘদিন ধরে তেজগাঁওয়ের ৫৪ নম্বর তেজকুনি পাড়ার হোন্ডাগলি এলাকার একটি বাসায় থাকেন। ওই বাসাতেই তার ওপর একদল সন্ত্রাসী হামলা করেছে বলে অভিযোগ করেছেন তিনি।
বিজ্ঞাপন
মিরাজুল জানান, জামিল হোসেন জিডিতে বলেছেন, রোববার (১৪ মার্চ) নিজ বাসায় কয়েকজন সহকর্মীকে নিয়ে কোনো একটি বিষয়ে আলোচনা করছিলেন। এ সময় রাকিব (৩৬) নামে এক ব্যক্তির নেতৃত্বে কয়েকজন যুবক বাসায় ঢুকে তাদের ওপর হামলা করে এবং মেরে ফেলার হুমকি দেয়।
ডিউটি অফিসার বলেন, ঘটনার বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আমাদের তদন্ত চলমান রয়েছে।
এমএসি/এসএসএইচ/এমএমজে