ঢাকা পোস্টের প্রধান কার্যালয়ে এসে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আপনাদের দেখে সবচেয়ে অবাক হয়েছি। একই বয়সের ইউনিফর্ম পরিহিত সবাইকে তরুণ ফুটবল টিমের মতো লাগছে। এই মুহূর্তে মনে হচ্ছে, আমি কোনো ফুটবল দলের সঙ্গে দাঁড়িয়ে আছি। চমৎকার, ইয়াং ও ইয়ুথফুল একটা আবহ। যদিও আমার আসতে পাক্কা দুই ঘণ্টা সময় লেগেছে। কিন্তু এখানে এসে, আপনাদের দেখে আমার মন ভালো হয়ে গেল। ঢাকা পোস্টকে অভিনন্দন।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘যেহেতু আপনারা ডিজিটাল যুগে বসবাস করেন, সেহেতু স্ট্রিটিং অ্যাড্রেসের কোনো দরকার নেই। ছাপায় যেমন সময় লাগে অনলাইনে এরকম কিছু লাগে না। আমি আশা করি আপনারা সাহসী মানুষ। সাহসিকতা আপনাদের মাঝে আছে। আমাদের সময় সবচেয়ে বেশি সাহসী মানুষ ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তিনি বলেন, ‘আপনারা যে পেশার মানুষ সে পেশায় সাহসকিতার দরকার। আমার বিশ্বাস আপনারা ইচ্ছা করেই এ পেশায় এসেছেন। এ পেশায় সাহস এক নম্বর পুঁজি বলে আমি মনে করি। বিশেষ করে বাঙ্গালি তথা বাংলাদেশ একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এখন আমাদের সাহসের সবচেয়ে বেশি প্রয়োজন। আমরা সভ্যতার রাস্তা নেব। এটা করতে হলে সাহসের দরকার। আমার বিশ্বাস সেই সাহস আপনাদের আছে। ঢাকা পোস্টকে আবারও অভিনন্দন।

এদিন (১৬ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টায় ঢাকা পোস্টের নবযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। মুক্তিযুদ্ধের বাংলাদেশ ও বাঙালির বাংলাদেশ নির্মাণের সহায়ক তথ্যশক্তি হিসেবে এ যাত্রায় সহযাত্রী হন অগণিত পাঠক-দর্শক-শ্রোতা। 

ভাষার মাসে উদ্বোধন, তাই ঢাকা পোস্ট পরিবার ভাষা শহীদদের অতল শ্রদ্ধায় স্মরণ করে। অগণিত পাঠক, দর্শক-শ্রোতাকে সঙ্গে নিয়ে ঢাকা পোস্ট পরিবার আগেই প্রস্তুতি নেয় যাত্রা শুরুর। দেশের ৬৪ জেলায়, বিভিন্ন উপজেলায় সকাল থেকে শুরু হয় আনুষ্ঠানিকতা। ‘সত্যের সাথে সন্ধি’- স্লোগান সামনে রেখে নতুন বছরে লক্ষ্যজয়ের জন্য যাত্রা শুরু করল ‘ঢাকাপোস্ট.কম’। 

যাত্রার শুরুতে ঢাকা পোস্টকে শুভেচ্ছা জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা।

এসআর/ওএফ