ঢাকা রিপার্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য লেখকদের স্বীকৃতি দেওয়ার জন্য ঘোষিত সাহিত্য পুরস্কারের জন্য বই জমা দেওয়ার মেয়াদ বেড়েছে ৫ দিন।

বৃহস্পতিবার ডিআরইউয়ের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব ঘোষণা অনুযায়ী বিগত ২০২১ সালের ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত বই জমা দেওয়ার সময়সীমা ছিল। পরবর্তীতে সদস্যদের অনুরোধের প্রেক্ষিতে বই জমা দেয়ার সময় আরও ৫ দিন বাড়ানো হলো। অর্থাৎ আগামী ৫ এপ্রিল মঙ্গলবার পর্যন্ত বই জমা দেওয়া যাবে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিআরইউ সাহিত্য পুরস্কার-২০২২ তিনটি ক্যাটাগরিতে দেওয়া হবে। ক্যাটাগরিগুলো হল- কথা সাহিত্য (গল্প/উপন্যাস), কাব্য (কবিতা/ছড়া) ও মননশীল (প্রবন্ধ ও গবেষণা)। প্রতিটি ক্যাটাগরিতে ১টি করে পুরস্কার (প্রাইজ মানি, ক্রেস্ট ও সার্টিফিকেট) দেওয়া হবে। তবে জমাকৃত বইয়ের সকল লেখকদের বরাবরের মতো সম্মাননা প্রদান করা হবে।

বই জমা দেওয়ার নিয়ম 
শুধুমাত্র ডিআরইউয়ের সদস্যরা পুরস্কারের জন্য বই জমা দিতে পারবেন। কার্যনির্বাহী কমিটির কেউ এতে অংশ নিতে পারবেন না। বিগত ২০২১ সালের ১ এপ্রিল থেকে চলতি বছরের ৩০ মার্চের মধ্যে প্রকাশিত বই পুরস্কারের জন্য জমা দেওয়া যাবে। তবে ২০২১ সালে যেসব বই সম্মাননা পেয়েছে তা জমা দেওয়া যাবে না।

আগামী ৫ এপ্রিল রাত ৮টার মধ্যে ডিআরইউ কার্যালয়ে বই জমা দিতে হবে।
একজন সদস্য সব ক্যাটাগরিতে বই জমা দিতে পারবেন। তবে একজন সদস্য একটির বেশি বিষয়ে পুরস্কারের জন্য বিবেচিত বা মনোনীত হবেন না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বই জমা দেওয়ার ক্ষেত্রে খাম/প্যাকেটের ওপর সদস্য লেখকের নাম ও ক্যাটাগরি উল্লেখ করতে হবে। 

এমএসি/এনএফ