রেডিও টুডের কর্মীদের বকেয়া পরিশোধের দাবি
রেডিও টুডে এফএম ৮৯.৬ এর কর্মীদের ছয় মাসের বকেয়া বেতন অবিলম্বে পরিশোধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির কর্মীরা।
রোববার (২৭ মার্চ) বেলা ১১টা থেকে রাজধানীর কামাল আতাতুর্ক এভিনিউয়েতে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
বিজ্ঞাপন
ভুক্তভোগী কর্মীদের ন্যায্য দাবি আদায়ে গঠিত ক্ষতিপূরণ আদায় সংগ্রাম কমিটির আহ্বায়ক মোসকায়েত মাশরেকের সঞ্চালনায় দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে।
এ সময় কর্মসূচিতে অংশ নিয়ে রেডিও টুডের কর্মীরা তাদের কষ্ট ও ক্ষোভের কথা তুলে ধরেন। অবিলম্বে বকেয়া বেতন ভাতাসহ সব ন্যায্য পাওনা পরিশোধের দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।
অবস্থান কর্মসূচির একপর্যায়ে রেডিও টুডের বিক্ষুব্ধ কর্মীরা কামাল আতাতুর্ক এভিনিউয়ে সড়কের ওপর বসে পড়েন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের অনুরোধে আন্দোলনকারীরা সড়ক থেকে উঠে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
এমএসি/এসএসএইচ