চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক কর্ণফুলী পত্রিকার সাংবাদিকদের পাওনা আদায়ে হস্তক্ষেপ চেয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

সোমবার দুপুরে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মুমিনুর রহমানের কাছে সিইউজে নেতারা এ স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে বলা হয়, কোনো ধরণের পূর্ব ঘোষণা ছাড়াই গত বছরের ১ এপ্রিল থেকে দৈনিক কর্ণফুলীর প্রকাশনা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। কিন্তু এখন পর্যন্ত সাংবাদিকদের বকেয়া পাওনা পরিশোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সাংবাদিকদের যাবতীয় পাওনাদি পরিশোধের জন্য চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ইতিপূর্বে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে কর্ণফুলী কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কর্তৃপক্ষ পাওনা পরিশোধে নানা গড়িমসি করে যাচ্ছে। এ পরিস্থিতিতে পত্রিকাটির সাংবাদিকদের পাওনা আদায়ে স্মারকলিপিতে সরকারের হস্তক্ষেপ দাবি করা হয়।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মুমিনুর রহমান এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেন বলে সাংবাদিক নেতাদের আশ্বাস দেন। 

স্মারকলিপি দেওয়ার সময় সিইউজে সভাপতি মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম ইফতেখারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএম/আইএসএইচ