ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগে চার দিনব্যাপী ‘সাংবাদিকতার ভবিষ্যৎ’ শীর্ষক সম্মেলন শুরু হয়েছে।

ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান ‘ঢাকা মিডিয়া সামিট ২০২২’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন করেন। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন রিসার্স (আইএএমসিআর) এবং ইউল্যাব-এর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ যৌথভাবে এই সামিট আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিকতা বিভাগের প্রধান অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো, আইএএমসিআর সভাপতি নিকো কার্পেন্টিয়ার এবং প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ইমরান রহমান বলেন, দক্ষ সাংবাদিক তৈরির মাধ্যমে দেশের সাংবাদিকতার মান এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করছে ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ।

আইএএমসিআর সভাপতি নিকো কার্পেন্টিয়ার বলেন, সাংবাদিকতা এখন বহুমাত্রিক পেশা। সাংবাদিকতায় এখন বহুমাত্রিক মাত্রা পেয়েছে। আমরা সাংবাদিকতার রূপ পরিবর্তনের সন্ধিক্ষণে আছি। এখন অতীত অভিজ্ঞতা ব্যবহার করে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে।

অনুষ্ঠানে সাংবাদিকতা বিভাগের প্রধান জুড উইলিয়াম হেনিলো তার বক্তৃতায় বলেন, সাংবাদিকতার ভবিষ্যৎ সম্পর্কে আমরা এখনো নিশ্চিত নই। ভবিষ্যৎকে আরো ভালোভাবে বুঝতে এই ধরনের আরো সম্মেলন প্রয়োজন। 

রোজিনা ইসলাম তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সাংবাদিকতার জন্য, বিশেষ করে নারী সাংবাদিকদের জন্য একটি কঠিন জায়গা। তবে গুণগত সাংবাদিকতার জন্য বাংলাদেশ সেরা একটি জায়গা।

তিনি আরো বলেন, সাংবাদিক হিসেবে আমাদের থামলে চলবে না। আমাদের পথে আসা অসংখ্য বাধা সত্ত্বেও আমাদের অবিচল থাকতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর আইএএমসিআর অ্যাম্বাসেডরদের অংশগ্রহণে সাংবাদিকতার ভবিষ্যৎ ও সাংবাদিকতা শিক্ষার প্রভাব নিয়ে আলোচনা হয়। এছাড়া সোশ্যাল মিডিয়া, মোবাইল সাংবাদিকতা এবং মিডিয়া-নৈতিকতা শীর্ষক দুটি মাস্টার ক্লাস অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে ১০টি সহযোগী অংশীদার, ১০টি দেশের গবেষক এবং শিক্ষাবিদদের ৫৮টি গবেষণাপত্র উপস্থাপনা করা হবে। এছাড়া পাঁচটি গোলটেবিল আলোচনা, তিনটি মাস্টার ক্লাস এবং একটি বইয়ের প্রকাশনা হবে।

এইচকে