বইমেলায় সাজ্জাদ চিশতির ‘আমাদেরও আছে একজন শেখ হাসিনা’
বই মেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক সাজ্জাদ হোসেন চিশতির কলাম সংকলন ‘আমাদেরও আছে একজন শেখ হাসিনা’। বইটি প্রকাশ করছে উষার দুয়ার প্রকাশনী। ৩৩ নম্বর স্টল পাওয়া যাচ্ছে বইটি।
সাজ্জাদ হোসেন চিশতি সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে জাতীয় দৈনিক পত্রিকায় ও অনলাইনে কলাম লিখে থাকেন নিয়মিত। সেসব প্রকাশিত কলাম নিয়ে প্রকাশিত হয়েছে এ বইটি। বইটির মুখবন্ধ লিখেছেন ড. সেলিম মাহমুদ তথ্য ও গবেষণা সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। চিশতি বর্তমানে কাজ করছেন রাইজিং বিডিতে।
বিজ্ঞাপন
সাংবাদিক সাজ্জাদ হোসেন চিশতির বাবা বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু তাহের ভূঁইয়া। তিনি বিএলএফ-এর একজন সক্রিয় মুক্তিযোদ্ধা ছিলেন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন সাংবাদিক, কলামিষ্ট, সমাজসেবক ও শিক্ষাবিদ। শুধু তাই নয়, তিনিই ছিলেন ফেনীতে প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলক।
সাংবাদিক সাজ্জাদ হোসেন চিশতি বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য। তিনি সাবেক ছাত্রলীগ নেতা ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এমএএস