অমর একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে কানাডার ক্যালগেরি প্রবাসী কবি আলমগীর দারাইনের পঞ্চম কাব্যগ্রন্থ ‘অবরুদ্ধ কান্না’ এবং কবি নীলুফা আলমগীরের কাব্যগ্রন্থ ‘নগ্ন নির্জনতার শহর’।

‘অবরুদ্ধ কান্না’ অমর একুশে গ্রন্থমেলা ২০২২ এ পাওয়া যাচ্ছে। পাঠকরা তৃণলতা প্রকাশনীর ৩৭৩ ও ৩৭৪ নম্বর স্টল থেকে বইটি সংগ্রহ করতে পারবেন।

এছাড়া ‘নোলক প্রকাশন’ থেকে ২০২২ এর গ্রন্থমেলা উপলক্ষে প্রকাশিত ক্যালগেরি প্রবাসী আরেক কবি নীলুফা আলমগীরের কাব্যগ্রন্থ ‘নগ্ন নির্জনতার শহর’ ও ২০২০ এ প্রকাশিত কাব্যগ্রন্থ ‘কাঠ গোলাপের রঙ’ এবারের একুশে গ্রন্থমেলার ১৭১ নং স্টলে পাওয়া যাচ্ছে।

এই দুই কবির সবগুলো কাব্যগ্রন্থ অনলাইনে রকমারি ডটকমে পাওয়া যাবে।

কবি ও ঔপন্যাসিক মাহবুব খান ‘নগ্ন নির্জনতার শহর’ কাব্যগ্রন্থটির ফ্লাপে উল্লেখ করেন, ফিলিস্তিনি জাতীয় কবি মাহমুদ দারবিস যে দ্রোহের বীজ বুনে গেছেন দেশপ্রেমের ছায়ায় সেই জায়নবাদী ইহুদি বর্বরতার কথা কাহিনী নিয়ে বিশ্বে অনেক সাহিত্য ও কবিতা হয়েছে। সেই সৃষ্টিশীল মিছিলে আরেকটি নাম যুক্ত হলো। তিনি ‘নগ্ন নির্জনতার শহর’- এর কবি নীলুফা আলমগীর। তার অনেক কবিতা পড়েছি, আমার মনে হয় ফিলিস্তিনদের নিয়ে লেখা কবিতা তার ভালো কবিতাগুলোর ভেতর অন্যতম। তার রক্তমাখা কোর্তা, যাত্রা বিরতি, বাইজীর মসজিদ, ভগাঙ্কুরচ্ছেদ, কবিতাগুচ্ছ এই কাব্যগ্রন্থকে অনন্য মর্যাদায় সমাসীন করেছে।