অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে তরুণ কবি ও অনুবাদক আদিল মাহমুদের কবিতার বই ‘আবাবিল’। বইটি চৈতন্য প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। বইয়ের প্রচ্ছদ করেছেন 'নির্ঝর নৈঃশব্দ'। মুদ্রিত মূল্য ১৬০ টাকা।

এ প্রসঙ্গে আদিল মাহমুদ বলেন, ‘এখানে সমৃদ্ধ সাহিত্য কিংবা অজস্র জ্ঞানের কিছু নেই। আমার আগের কাব্যগ্রন্থগুলো যেমন এই বইও তার ব্যতিক্রম নয়। আমাদের সমাজচিত্র, মানুষের সাথে আলাপ, পরিচয়, ঘনিষ্ঠতা, স্মৃতিকথা ও দিনলিপি মাত্র। এছাড়াও কিছু কবিতায় মাঝে মাঝেই ছায়া ফেলেছে ধর্ম, দেশের ঐতিহ্য, পরিবার, প্রেম, জীবনবোধ, সুখ ও শোককাতর অনুভবমালার চিহ্ন। সব নয়, কিছু, বাকিগুলো আমার কাছে থাক। অন্য কোনো কাব্যগ্রন্থে ইচ্ছে হলে লিখবো।’

কবি ও কবিতার বই সম্পর্কে কবি তমিজ উদ্দীন লোদী জানান, ‘‘বইটির নাম ‘আবাবিল’। নামের মধ্যেও তাৎপর্যতা জড়িয়ে আছে। অপশক্তির ধ্বংসের মধ্য দিয়ে সত্য ও সুন্দরের যে উদ্ভাস আভাসিত হয়েছে তা বিস্তারিত তার কাব্যগ্রন্থে। বইটির প্রতিটি কবিতায়ই তার কমবেশি স্বাক্ষর রয়েছে। এটি কবির তৃতীয় কাব্যগ্রন্থ। তার যাত্রা সবে শুরু হয়েছে বলা চলে। আমি তার মধ্যে অমিত শক্তির আভাস ও দ্রুতি লক্ষ করেছি। আগামি দিন হোক আদিলের আরো দাঢ্য ও রক্তমনির মতো দীপ্যমান।’’

সিলেটের কানাইঘাট থানার ভাটিদিহি গ্রামে ২০ জুন ১৯৯৮ সালে আদিল মাহমুদের জন্ম। কৈশোর থেকে ঢাকা শহরে, খিলগাঁওয়ে। নিজেকে প্রকাশের মাধ্যম কবিতার পাশাপাশি গদ্য ও প্রবন্ধ লিখছেন অবিরাম। অনুবাদ সাহিত্যেও আছে বিরাট দখল।