বই মেলায় ঢাবি শিক্ষার্থী তানি তামান্নার ‘নিভু তারাদল’
অমর একুশে বইমেলায় আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী তানি তামান্নার প্রথম বই ‘নিভু তারাদল’।
কবিতার বইটি প্রকাশ করেছে ঘাসফুল প্রকাশনী। প্রচ্ছদ করেছেন আহমেদ জহির। বইটির মূল্য ১৬০ টাকা। বইটি মেলার দ্বিতীয় দিন থেকে পাওয়া যাবে ঘাসফুল প্রকাশনীর ৫৪৮ নম্বর স্টলে। বইমেলা থেকে সংগ্রহ করলে ২৫ শতাংশ ছাড়ে মাত্র ১২০ টাকায় পাওয়া যাবে।
বিজ্ঞাপন
তানি তামান্না মূলত কবিতায় অনুভূতি আঁকেন, লিখেন জীবনবোধ, আকাশ না হবার আক্ষেপ, লিখেন সামগ্রিক প্রেম, আত্মঘাতী প্রণয়! তানি তামান্না শব্দ গাঁথেন কবিতার আদলে। এটাই তার একমাত্র প্যাশন।
বইটি প্রসঙ্গে তানি তামান্না বলেন, যারা কবিতা পড়েন তারা কেউই হতাশ হবেন না। নিভু তারাদল পাঠক হৃদয়কে তৃপ্ত করবে। জ্বেলে দিবে প্রশান্তির আলো।
তানি তামান্নার বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল সাহিত্য সংসদের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে তিনি ‘ঢাবি শিক্ষার্থীদের লেখালেখি’ প্ল্যাটফর্মের অন্যতম উদ্যোক্তা।
এইচআর/এইচকে