বইমেলায় আসছে ঢাবি শিক্ষার্থী নূরের দ্বিতীয় বই ‘নিষিদ্ধ অভিলাষ’
অমর একুশে বইমেলা ২০২২-এ আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুরুল ইসলাম নূরের দ্বিতীয় বই ‘নিষিদ্ধ অভিলাষ’। তার প্রথম বই ‘গল্পের শেষে তোমারই নাম’ পাঠকদের মধ্যে বেশ সাড়া জাগিয়েছিল।
‘নিষিদ্ধ অভিলাষ’ গ্রন্থে লেখকের ভাবনাচিন্তার প্রকাশ ঘটেছে কালো অক্ষরের গাঁথুনিতে। লেখক বইয়ে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। কখনও হাসি কখনও কান্না যেমন সেখানে স্থান পেয়েছে তেমনিই বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তার লেখায় ফুটে উঠেছে। বইটির প্রচ্ছদ করেছেন আদনান আহমেদ রিজন। প্রকাশ করেছেন বিবরণ প্রকাশনী।
বিজ্ঞাপন
লেখকের অসাধারণ প্রতিভা ও মেধাসম্পন্ন লেখনী প্রকাশ পেয়েছে বইটিতে। বইটি রবের দিকে ফিরে আসার আকুতিভরা এক তীব্র মর্মস্পর্শী আখ্যান। এ বইয়ের প্রতিটি অধ্যায়ে অধ্যায়ে, প্রতিটি শব্দে শব্দে মিশে আছে অন্ধকার থেকে মুক্তির পথে ফিরে আসার আকুল আহ্বান। জীবনের ভুল থেকে সরে আশার এক উত্তম পন্থা।
বই প্রসঙ্গে নুরুল ইসলাম নূর বলেন, আমি আশা রাখি বইটি পাঠকের মনের অনুভূতি ও চেতনাকে জাগ্রত করবে, সচেতন করবে। সুখী এবং সুন্দর জীবন গঠনের সব অনুষঙ্গের সমাহার ‘নিষিদ্ধ অভিলাষ’ বইটি। এ বইয়ের পরতে পরতে যেসব হীরা-মনি-মুক্তা-জহরত ছড়ানো-ছিটানো আছে, তা যদি আমরা নিজের জন্য কুড়িয়ে নিতে পারি তবে জীবন হবে আলোকিত, প্রশান্তময়, বর্ণিল ও বর্ণাঢ্য।
নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ছোটবেলা থেকেই তিনি লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছেন। দীর্ঘদিন ধরে দেশের পত্রিকাগুলোতে গল্প, প্রবন্ধ, কলাম ও কবিতা লিখছেন। একইসঙ্গে নিউজ ভিশন নামে একটি অনলাইন সংবাদ মাধ্যমে সাহিত্য সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।
এইচআর/এসএসএইচ