বইমেলায় আসছে প্রিসিলার প্রথম বই ‘পথ চলার গল্প’
আসন্ন বইমেলায় আসছে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ প্রিসিলা নাজনীন ফাতেমার লেখা প্রথম বই ‘পথ চলার গল্প’। নিউইয়র্ক প্রবাসী এই কিশোরী সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি লাইভ অনুষ্ঠান উপস্থাপনা করেন। পাশাপাশি সামাজিক কার্যক্রমেও জড়িত তিনি।
প্রিসিলা নাজনীন ফাতেমা মাত্র ৪ বছর বয়সে বাবা-মার সঙ্গে পাড়ি জমান নিউইয়র্কে। ছোটকালে নাচ, গান, মডেলিং এর সঙ্গে যুক্ত থাকলেও ২০১৭ সালে এসব ছেড়ে সামাজিক কর্মকাণ্ড ও মানবসেবায় নিজেকে জড়িয়ে নেন।
বিজ্ঞাপন
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে তার মানবিক সব কাজকর্ম—প্রশংসায় ভাসছেন সবার। বাংলাদেশি বংশোদ্ভূত প্রিসিলা নাজনীন ফাতেমা এবার লিখেছেন বই। প্রিসিলার লেখা প্রথম বই ‘পথ চলার গল্প’ প্রকাশ করছে শব্দশৈলী। বইটির প্রচ্ছদ তৈরি করেছেন জিয়াউল হক কায়সার। একুশে বইমেলায় শব্দশৈলীর স্টলে পাওয়া যাবে বইটি।
বইটিতে মূলত তার জীবনের শুরু থেকে এ পর্যন্ত ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে। পাশাপাশি তার দেখা আশপাশের বিভিন্ন গল্পও তুলে ধরা হয়েছে। এছাড়াও বইটিতে বিভিন্ন সময় তার লাইভ স্ট্রিমিং এ আসা অতিথিদের বিভিন্ন বক্তব্যের মূল অংশগুলোও তুলে ধরা হয়েছে৷ ইতোমধ্যে বিভিন্ন অনলাইন শপে বইটির প্রি-অর্ডার শুরু হয়েছে।
বইটি নিয়ে প্রিসিলা বলেন, আমি খুব সহজ সরলভাবে আমার জীবনের বিভিন্ন ঘটনাপ্রবাহ তুলে ধরতে চেষ্টা করেছি। এই বই হতে উপার্জিত সব অর্থ আমি বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য ব্যয় করব। পাঠকদের উদ্দেশ্যে বলব, আপনারা যেভাবে অনলাইনে আমার কাজে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, প্রতিক্রিয়া জানাচ্ছেন, সেভাবে আমার বইটি পড়েও এর প্রতিক্রিয়া জানাবেন এবং আমার কাজ চালিয়ে যেতে সাহায্য করবেন।
উল্লেখ্য, প্রিসিলা চলতি বছর উচ্চমাধ্যমিক সম্পন্ন করে বিশ্ববিদ্যালয় জীবনে প্রবেশ করবেন। ইতোমধ্যে শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া। প্রিসিলা জানান, পাঁচটি বিশ্ববিদ্যালয় থেকে তাকে স্কলারশিপে পড়ার সুযোগ দিতে আগ্রহী; তবে এখনো চূড়ান্ত করা হয়নি।
প্রিসিলা আরও জানান, যেখানেই পড়েন না কেন, ভবিষ্যতে ব্রডকাস্টিং অ্যান্ড জার্নালিজম এ তিনি ক্যারিয়ার গড়তে চান।
এইচআর/আইএসএইচ