চলতে পথে আসবে বাধা ফুটতে পারে কাঁটা
তবু তোমায় চলতে হবে আগলে রেখে পা’টা।
বলবে কতো মন্দ কথা নিন্দুকের দল 
সবকিছুকে রুখেই তুমি ফোটাও শতদল। 

তোমাকে রোজ জাগতে হবে পাখি ডাকার আগে 
তাহলে কার সাধ্যি আছে তোমার আগে জাগে?
তাই তোমাকে হতেই হবে ফুল ফোটানো পাখি
আরও আরও হতে হবে, থাকবে যা যা বাকি।

এই যেমন সাগর হলে, স্রোতের মতো বেগ 
ছুটতে হবে তেমন করে যেমনে ছোটে মেঘ।
পাহাড় চূড়া চড়তে হলে সাহস লাগে বুকে 
এই কথাটা রেখো তোমার মাথার ভেতর টুকে।
 
তবেই তুমি ছুঁতে পারবে সফলতার দোর 
তোমার কাছে আসবে নেমে আলোকিত ভোর।

এইচকে