বীর প্রসবিনী বাঙালি জাতির বীরকন্যা তুমি

পিতার পথের অগ্রসেনানি প্রেরণায় আগামী

পিতার নৌকা পাল উড়ছে জনতার জয়গানে

তোমার যাত্রায় পিতার স্বপ্ন অনন্য সম্মানে।

 

সোনালী স্বপ্নে নিঠুর আঘাত করেছিল যারা হায়!

চেয়েছিল যারা পরাজিত মুখ পরাজিত বাংলায়

জেনে গেছে তারা তোমার মহিমা সাহসের সমতলে

শোকের আঘাত হার মেনেছে সাহসের পদতলে।

 

বিজয়ী জাতির অসীম প্রেরণা মানসকন্যা তুমি

তোমার হাতেই নিরাপদ আজ পতাকা মাতৃভূমি

দিকে দিকে আজ বিজয় বারতা চির উন্নত শির

তোমারি জন্য বাংলা জননী পুজ্য ধরিত্রীর।

 

তুমিই সাহস মুজিবদুহিতা দিগ্‌বিজয়ী মহানাম

পিতার মতোই-মানবতা আজ তোমার সর্বনাম

তোমার জন্ম করেছে চিরখণী-করছে প্রতিদিন

কোটি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা জেনো অন্তহীন।।