‘ইয়াহইয়া সিনওয়ারের বই ফিলিস্তিনকে যুগ যুগ জাগরুক রাখবে’
সাবেক হামাস প্রধান ইয়াহইয়া সিনওয়ার রচিত উপন্যাস কাঁটা ও ফুল-এর মোড়ক উন্মোচন ও বই আলোচনা অনুষ্ঠিত হয়েছে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইসলামী বইমেলায়।
বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, লেখক ও সম্পাদক মনযূর আহমাদ, কবি ও অনুবাদক জহির হাসান, জুবাইর আহমদ আশরাফ, মুফতী ও শাইখুল হাদীস মনিরুল ইসলাম, কবি, সালাহউদ্দীন জাহাঙ্গীর, লেখক রাকিবুল হাসান, অনুবাদক আবদুল্লাহ আল ফারুক প্রমুখ৷
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বক্তারা লেখক শহিদ সিনওয়ার ও ফিলিস্তিনের চলমান সংঘাত, স্বাধীনতা আন্দোলন এবং বিপ্লব বিষয়ে আলোকপাত করেন৷ বক্তাদের আলোচনায় আরও উঠে আসে ফিলিস্তিনের সাহিত্য ও শিল্প সংস্কৃতির বৃত্তান্ত৷
বক্তারা বলেন, ফিলিস্তিন প্রসঙ্গে সামগ্রিক চিত্রকল্প অবহিত হওয়ার জন্য ইয়াহইয়া সিনওয়ার রচিত ‘কাঁটা ও ফুল’ বাংলা অনুবাদ সাহিত্যের অনন্য সংযোজন৷
সাবেক হামাস প্রধান ইয়াহইয়া সিনওয়ার রচিত উপন্যাস কাঁটা ও ফুল বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান ইলহাম৷ অনুবাদ করেছেন মনযূরুল হক৷
প্রসঙ্গত, চলতি বছরের ১৬ অক্টোবর ফিলিস্তিনের দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে এক অসম লড়াইয়ে ইয়াহইয়া সিনওয়ার শহিদ হন। ধারণা করা হয়, গত বছর ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলার পরিকল্পনাটি ছিল তার।
১৯৬২ সালে খান ইউনিসের শরণার্থী শিবিরে জন্ম নেওয়া সিনওয়ারের যৌবন কেটেছে ইসরায়েলি কারাগারে। খান ইউনিস সেকেন্ডারি স্কুল থেকে মাধ্যমিক এবং গাজার ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে অ্যারাবিক স্টাডিজে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। ২০১১ সালে মুক্তির পর তিনি গাজায় হামাসের প্রধান ব্যক্তিত্বে পরিণত হন।
২৩ বছরের বন্দি জীবনে তিনি চমৎকার হিব্রু শেখেন। হিব্রু থেকে গোয়েন্দা সংস্থা শিন-বেতের দুই প্রধানের তিনটি বই অনুবাদ করেন। এ ছাড়াও লেখেন আরও দুইটি গবেষণা গ্রন্থ, একটি আখ্যান ও একটি উপন্যাস—‘আশ-শাওক ওয়াল কারানফুল’ (কাঁটা ও ফুল)।