বাংলাদেশ রাইটার্স ক্লাব পুরস্কার ২০২২ ও ২৩ ঘোষণা করা হয়েছে। পাঁচটি ক্যাটাগরিতে ১৫ জন কবি ও সাহিত্যিককে ওই পুরস্কার দেওয়া হবে। 

বৃহস্পতিবার (১৬ মে) রাজধানীর কাঁটাবনে পাঠক সমাবেশ মিলনায়তনে বাংলাদেশ রাইটার্স ক্লাবের জ্যেষ্ঠ সদস্য কবি আসাদ মান্নান ওই পুরস্কার ঘোষণা করেন।

২০২২ সালে কবিতায় পুরস্কার পেয়েছেন শাহ মোহাম্মদ সানাউল হক ও রিশাদ হুদা, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর বিষয়ে মালিক মো. রাজ্জাক, প্রবন্ধে বিলু কবীর, শিশু সাহিত্যে আনজির লিটন ও অনুবাদে ইউসুফ রেজা। কথা সাহিত্যে জুলফিয়া ইসলাম, আজীবন সম্মাননা পাচ্ছেন কবি খুরশীদ আনোয়ার।

অন্যদিকে ২০২৩ সালে কবিতায় মিনার মনসুর ও মারুফুল ইসলাম, প্রবন্ধে আসাদুল্লাহ পুরস্কার পাচ্ছেন। কথা সাহিত্যে পুরস্কার পাচ্ছেন জয়শ্রী দাশ, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ে নাজমা বেগম নাজু, শিশু সাহিত্য আমীরুল ইসলাম ও অনুবাদের বিভাগে মেক্সিকো প্রবাসী আনিসুজ্জামান। 

আগামী ১৯মে কবি সাহিত্যিকদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা দেওয়া হবে। পুরস্কার ঘোষণা কমিটির প্রধান ছিলেন কবি শ্যামসুন্দর শিকদার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি মুহম্মদ নুরুল হুদা।

আরএম/এমজে