জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আতিক মেসবাহ লগ্ন। পুরো নামটা ঢেকে গেছে কথাবন্ধু লগ্নের মলাটে। রেডিওতে কথা বলেন, মাইক্রোফোন হাতে দেশের জনপ্রিয় একটি টেলিভিশন চ্যানেলে সংবাদ সংগ্রহ করেন। সব কিছুর বাইরেও নতুন পথে পা বাড়ালেন। 

অমর একুশে বইমেলায় আসছে লগ্নের লেখা কাব্যগ্রন্থ মেঘবদল। দশমিক প্রকাশনের প্রকাশনায় আসা বইটিতে থাকছে লগ্নের ত্রিশোর্ধ কবিতা। 

মেঘবদলের সম্পর্কে জানতে চাইলে লগ্ন বলেন, রেডিওতে কাজ করার সময় থেকেই মানুষের কথা শোনা ও গল্প জানার সুযোগ হয়েছে। অন্যকে পড়ে উপলব্ধি করা শব্দমালাকে জমিয়ে রাখতাম। মেঘবদল তারই প্রকাশ মাত্র। প্রত্যেকটি কবিতার মাধ্যমে পাঠকেরা জীবনের বাঁকবদলে নিজের গল্পেরই বিচ্ছিন্ন স্মৃতিচারণ করতে পারবে। 

লগ্নের লেখালেখির হাতেখড়ি ছোটবেলা থেকেই। কুড়িগ্রামে মাধ্যমিক শ্রেণীর ছাত্র থাকাকালীন বিভিন্ন ম্যাগাজিনে গল্প লিখেছেন, বয়স বাড়ার সঙ্গে দেশসেরা জাতীয় দৈনিকেও ধারাবাহিক কবিতা পাঠিয়েছেন। 

পেছনে রাখা অভিজ্ঞতা সম্পর্কে লগ্নের বয়ান, জীবনের মলাটবদ্ধ উপলব্ধির লিখিত ও শিল্পসম্মত বয়ানই সাহিত্য। নিজেকে কবি, সাহিত্যিক কোন বিশেষণেই রাখতে চাই না। শব্দ ভালোবাসি, শব্দের গাঁথুনিতে মনোজাগতিক ভাবকে প্রকাশ করতে মুখিয়ে থাকি, মূল্যায়ন পাঠকদের হাতে। 

বলা বাহুল্য, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী লগ্ন গবেষণার কাজে দেশ ও দেশের বাইরে একাধিক আন্তর্জাতিক গবেষণা সেমিনারে অংশ নিয়েছেন।

এমএল/কেএ