রোমান্টিক থ্রিলার ‘ব্ল্যাক রোজ’ বইয়ের মোড়ক উন্মোচন
অমর একুশের দিনে আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হলো ভিন্ন ঘরানার ‘ব্ল্যাক রোজ’ গ্রন্থের। বেশ কয়েকদিন আগে মেলায় গ্রন্থটি আসলেও মোড়ক উন্মোচনের দিন হিসেবে বেছে নেওয়া হয় শহীদ দিবসকে। গ্রন্থটিকে উৎসর্গ করা হয়েছে ভাষা শহীদের। এ গ্রন্থের লেখক নির্জন মোশাররফ। এটি তার তৃতীয় থ্রিলার উপন্যাস।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেল গড়াতেই বাংলা একাডেমির গ্রন্থ উন্মোচনে করেন আমন্ত্রিত অতিথিরা। এসময় উপস্থিত ছিলেন কবি ও ছড়াকার আসলাম সানি, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব ও অভিনেতা পীরজাদা শহিদুল হারুন, ব্যারিস্টার তুরিন আফরোজ, জাতীয় মানবাধিকার সমিতির সভাপতি মনজুর হোসেন ইসা, কবি আমির হোসেন, সাংবাদিক সাইফুল ইসলামসহ সাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্বরা।
বিজ্ঞাপন
প্রধান অতিথি কবি আসলাম সানি বলেন, ইংরেজি সভ্যতার দেশে থেকেও বাংলার প্রতি দরদ কমেনি এই লেখকের। তিনি বাংলাকে ধারণ করেছেন সযত্নে। এটি আমাদের ভাষা ও সাহিত্যের জন্য খুব ইতিবাচক। ব্ল্যাক রোজের জন্য শুভ কামনা।
অভিনেতা পীরজাদা বলেন, তরুণ লেখকরা আমাদের ভবিষ্যৎ। তাদের মেধায় দেশীয় সাহিত্য সমৃদ্ধ হবে।
প্রধান আলোচক ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, বিদেশে থেকে লেখালেখি করা চ্যালিঞ্জং, ব্ল্যাক রোজের লেখক নিশ্চয়ই সর্বোচ্চটা দিয়ে লেখার চেষ্টা করেছেন, আমরা উৎসাহ দেবো যেন তিনি এটি ধরে রাখেন।
ব্ল্যাক রোজ এক অভিনব গল্প। ইতোমধ্যে বইটি মেলায় সাড়া ফেলেছে। এ নিয়ে বেশ আশাবাদী লেখক।
তিনি জানান, এই গল্পটি পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে। যারা থ্রিলার খুব একটা পড়েন না, তাদের থ্রিলার গল্পের প্রতি টান আসবে ব্ল্যাক রোজ পড়ার পর।
প্রায় ত্রিশ হাজার শব্দের নিখুঁত গাথুঁনি, কাহিনীর গাণিতিক সাদৃশ্য রেখে নাটকীয় মোড় রাখা হয়েছে বইটিতে। সেইসঙ্গে প্রকৃতির উপস্থাপনায় দেওয়া হয়েছে নতুনত্ব। সবমিলিয়ে আবেগ, অনুভূতি, প্রণয় ও দ্রোহের এক অপরূপ সমন্বয়ের রুদ্ধশ্বাস গল্প ফুটিয়ে তোলা হয়েছে রোমান্টিক থ্রিলার ব্ল্যাক রোজ উপন্যাসে। যাতে রোমান্টিক আবহ, অপ্রত্যাশিত মোড় ও সংশয় নিয়ে এগোবে গল্পের স্রোত। চৌকস পুলিশ আচ্ছন্ন হবে হারজিতের খেলায়। রাজনীতির চোরাবালি আর হাওয়া বদলে কল্পলোকে পাঠক অনুভব করবে গহীনের শব্দ।
বইটির অনলাইন পরিবেশক রকমারি ও বইফেরি। বইটির মুদ্রিত মূল্য ৩৯৯ টাকা। তবে মেলা উপলক্ষ্যে ছাড়ে মিলবে ২৯৯ টাকায়। বইটির প্রকাশিত হয়েছে কলি প্রকাশনী থেকে। মেলায় স্টল নং ২৩৪-২৩৫-২৩৬।
পিএইচ