ঢাকা একুশে গ্রন্থমেলার ৪৪৮ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে কানাডীয় অভিবাসন পরামর্শক ও বিশিষ্ট কলামনিস্ট এল এল গনির নতুন বই 'কানাডা অভিবাসনের আবেদন - প্রত্যাশা ও বাস্তবতা'। একইসাথে, বইটি অনলাইন প্ল্যাটফর্ম রকমারি ডট কম-এও পাওয়া যাচ্ছে। প্রকাশক আল-হামরা প্রকাশনী। পৃষ্ঠা সংখ্যা ১৪৪। ফ্ল্যাপে সংক্ষিপ্ত রিভিউ লিখেছেন দুই বাংলার জনপ্রিয় লেখক, চমক হাসান।

এম এল গনি দীর্ঘদিন ধরে কানাডার রেজিস্টার্ড ইমিগ্রেশন কনসালটেন্ট (আরসিআইসি-আইআরবি) হিসেবে কাজ করছেন। অভিবাসন বিষয়ে তার নানামুখী অভিজ্ঞতা হতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় গল্পের আদলে এ গ্রন্থে বর্ণনা করেছেন কানাডা অভিবাসনে আগ্রহীদের সুবিধার্থে। অভিবাসন বিষয়ে চলমান নানা ভ্রান্ত ধারণা, ভুল তথ্য ও অপপ্রচারের বিপরীতে অভিবাসন প্রত্যাশীদের প্রয়োজনীয় জ্ঞান বিতরণ এ গ্রন্থের প্রধান উদ্দেশ্য বলে লেখক জানান। তাঁর মতে, অভিবাসনের নিয়মাবলী সম্পর্কে কিছুটা ধারণা থাকলে এ সংক্রান্ত প্রতারণা ও বিপদের ফাঁদ হতে নিজেকে মুক্ত রাখা সহজ।

মোট ঊনচল্লিশটি নিবন্ধে তিনি কানাডা অভিবাসনের খুঁটিনাটি নিয়ে আলোচনা করেছেন এ গ্রন্থে। তাঁর অভিজ্ঞতালব্ধ বেশ কিছু দৃষ্টান্ত দিয়ে লেখক বুঝিয়ে দিয়েছেন কিভাবে সঠিক পন্থায়, এবং প্রতারকের কবলমুক্ত থেকে কানাডা অভিবাসনের আবেদন প্রণয়ন ও দাখিল করা যায়। অভিবাসন আবেদনে সম্ভাব্য ভুলত্রুটি সম্পর্কেও সতর্ক করেছেন তিনি। পাশাপাশি, কানাডায় প্রবেশের পর সেদেশে সঠিক পন্থায় কিভাবে থিতু হওয়া যায় সে বিষয়েও পরামর্শ দেয়া হয়েছে। 

এটি লেখকের দ্বিতীয় গ্রন্থ। তার প্রথম বই, 'কচি চেহারার বিড়ম্বনা' একটি গল্প সংকলন, যা ২০১৬ খ্রিস্টাব্দে প্রকাশ করেছিল পুথিনিলয় প্রকাশনী। সে বছর বইটি গ্রন্থমেলায় একটি সাহিত্য পুরস্কার অর্জন করেছিল। তাঁর বর্তমান বইটিও পাঠক সমাদৃত হবে বলে লেখক আশাবাদ ব্যক্ত করেছেন।  

গল্পের আদলে সাজানো লেখাগুলো সুপাঠ্য ও পরিপাটি। কানাডা তথা বিশ্বের উন্নতদেশগুলোতে অস্থায়ী বা স্থায়ী অভিবাসনে জনসচেতনতা তৈরিতে এ বই বিশেষ ভূমিকা রাখতে পারে বলে বিশেষজ্ঞ মহলের অভিমত।