বইমেলায় জিয়া সাঈদের কাব্যগ্রন্থ ‘জেগে আছো, মায়ালতা?’
চিকিৎসক ও কবি জিয়া সাঈদের কাব্যগ্রন্থ ‘জেগে আছো মায়ালতা?’ অমর একুশে বইমেলা-২০২৪ এ সম্প্রতি প্রকাশিত হয়েছে। বইটি কবি জিয়া সাঈদের ৫ম কাব্যগ্রন্থ।
কাব্যগ্রন্থটি বইমেলার গল্পকার প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। বইটির মুদ্রিত মূল্য ২০০ টাকা। তবে পাঠকরা বইটি ২৫ শতাংশ ছাড়ে সংগ্রহ করতে পারবেন।
বিজ্ঞাপন
কবি জিয়া সাঈদ পেশায় একজন চিকিৎসক। পেশা চিকিৎসা হলেও তার নেশা কবিতা। শিক্ষাজীবন থেকেই কবিতা-আবৃত্তির হাতেখড়ি। পেশাগত-ব্যক্তিগত ব্যস্ততার মধ্যেও সমাজ-প্রকৃতির নানা বিষয় নিয়ে লিখতেন কবিতা। তার লেখা কবিতাগুলো বইয়ের মলাটবন্ধির শুরুটা কয়েক বছর আগ থেকে।
আরও পড়ুন
নিজের প্রকাশিত বই সম্পর্কে কবি জিয়া সাঈদ বলেন, ‘আমি পেশায় চিকিৎসক হলেও আমার কবিতার প্রতি বরাবরই ঝোঁক রয়েছে। আমি কবিতা পড়তে ও লিখতে পছন্দ করি। যদিও এখন মানুষ কবিতা পড়তে বেশ আগ্রহ দেখায় না, তবে আমি ভালো সাড়া পাচ্ছি। কবিতা পাঠক ও আমার শুভাকাঙ্ক্ষীরা অমর একুশে বইমেলায় এসে তাদের পছন্দের বই সংগ্রহ করছেন, আমার বই কিনছেন এটা লেখক-কবি হিসেবে আমার বড় আনন্দ ও প্রাপ্তির বিষয়।
কেএইচ/এমএসএ