বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ গল্পকার নাঈমুল হাসান তানযীমের কিশোর উপযোগী গল্পগ্রন্থ ‘রক্তভেজা পাঞ্জাবি’।

বইটি মূলত সময়ে সময়ে বিভিন্ন জাতীয় দৈনিক, মাসিক পত্রপত্রিকায় প্রকাশিত লেখকের কিশোর গল্প-সংকলন। 

গল্পগুলো কিশোরদের পাশাপাশি ভালো লাগবে সব ধরনের পাঠকদের। বাস্তবতা এবং সমাজের নির্মম চিত্রায়ণ তুলে ধরা হয়েছে গল্পে। চমৎকার ভাষা-শৈলী, সাবলীল বর্ণনাভঙ্গিতে লেখক তরতর করে এগিয়ে গেছেন সমাপ্তির দিকে। রক্তভেজা পাঞ্জাবি শিশু-কিশোর ও সব বয়সের পাঠকদের জন্য সুখপাঠ্য বলে বিবেচিত হবে বলে লেখকের প্রত্যাশা।

বই : রক্তভেজা পাঞ্জাবি।
লেখক : নাঈমুল হাসান তানযীম।
ধরন : কিশোর গল্পগ্রন্থ (হার্ড কভার)।
প্রচ্ছদ : আশিক ইলাহী।
প্রকাশক : নবধারা প্রকাশন। 
বইমেলা পরিবেশক : ছায়া প্রকাশন।
মুদ্রিত মূল্য: ১২০ টাকা