বইমেলায় ফারজানা রাহার কাব্যগ্রন্থ ‘প্রাণের মানুষ আছে প্রাণে’
বইমেলায় প্রকাশিত হয়েছে ফারজানা রাহার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘প্রাণের মানুষ আছে প্রাণে’। বইটির প্রচ্ছদ করেছে মো. সাদিতউজজামান, প্রকাশিত হয়েছে বইবাজার প্রকাশনী থেকে।
বইটি মেলায় বইবাজার প্রকাশনীর স্টলে ও অনলাইনে রকমারি, বুকলেট, বইকিনি, প্রজ্ঞাসহ বিভিন্ন অনলাইন শপে পাওয়া যাবে।
বিজ্ঞাপন
‘প্রাণের মানুষ আছে প্রাণে’ কাব্যগ্রন্থে মোট ৪৫টি কবিতা রয়েছে। এখনকার কবিতাপ্রেমীরা মূলত সহজ ভাষায় কবিতা পড়তে চান, তাই পাঠকের ভালো লাগার কথা চিন্তা করেই প্রতিটা কবিতা সহজ সাবলীল ভাষায় লিখেছেন কবি রাহা।
বইটিতে কিছু কবিতা বিরহের, কিছু রয়েছে ভালোবাসায় জড়ানো। বলা যায় কবি বইটিতে একসঙ্গে সব মিশ্রণ রেখেছেন তার শব্দের ছন্দে ছন্দে।
ফারজানা রাহার প্রথম কাব্যগ্রন্থের নাম ‘বৃষ্টি বিলাসী বিকেল’ ২০২৩ সালে বইমেলায় প্রকাশিত হয়।
এসএসএইচ