বইমেলায় আদনীন কুয়াশার উপন্যাস ‘বোহেমিয়ান’
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে গল্পকার ও ঔপন্যাসিক আদনীন কুয়াশার নতুন উপন্যাস ‘বোহেমিয়ান’। বইটি প্রকাশ করেছে জ্ঞানকোষ প্রকাশনী। প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী মো. সাদিত উজ জামান।
রুদাবা আদনীনের কলমের নাম আদনীন কুয়াশা। ছোটবেলা থেকে শিল্প সাহিত্যের সঙ্গে জড়িত তিনি। ১৯৯৮ সালের নতুন কুঁড়ির চারটি বিষয়ে বিজয়ী হয়ে প্রেসিডেন্ট গোল্ডকাপ অর্জন করেছিলেন। জীবনের বেশ কিছু বসন্ত পার করার পর হঠাৎ করেই যখন সিদ্ধান্ত নিলেন ‘এক পৃথিবী লিখবেন’ তখন থেকেই তার লেখক হয়ে ওঠা। লিখতে গিয়ে তিনি খেয়াল করলেন, তার গল্পের চরিত্রগুলো আশপাশের মানুষেরই প্রতিচ্ছবি এমন কি তিনি নিজেও কখনও কখনও তার গল্পেরই চরিত্র হয়ে ওঠেন। আর এজন্যই নিজের পরিচয় তিনি দেন ‘একজন মানুষ’ বলেই।
বিজ্ঞাপন
আদনীন কুয়াশার জন্ম ঢাকায় তবে বাবার চাকরির সুবাদে নানা জেলায় ঘুরে বেড়ালেও শৈশবের বিশাল একটা সময় কেটেছে চট্টগ্রামে। এ পর্যন্ত লেখকের প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে অষ্ট অম্বর, এখানে যুক্তিরা মৃত, মেঘ বলেছে যাব যাব, যুক্তিরা উড়ে গেছে, ক্লান্ত কপোত। লেখকের ছোটগল্প সংকলন– ভ্রম-বিভ্রম, এ তুমি কেমন তুমি, ওরা মনের গোপন চেনে না। লেখালেখির পাশাপাশি তিনি পাললিক সৌরভ প্রকাশনীতে উপদেষ্টা এবং সম্পাদক হিসেবে কর্মরত আছেন। রাণী মৌমাছির দল, হৃদ মাঝারে রাখিব, মুক্তমঞ্চ সংকলন আমাদের গল্প তার সম্পাদিত বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য।
‘মেঘ বলেছে যাব যাব’ বইটির জন্য ২০২০ সালে সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার লাভ করেন আদনীন কুয়াশা। ‘ওরা মনের গোপন চেনে না’ বইটির জন্য সোনার বাংলা সাহিত্য পরিষদ থেকে পেয়েছেন গ্রন্থ স্মারক-২০২৪।
আদনীন কুয়াশা নতুন উপন্যাসের নাম ‘বোহেমিয়ান’ কেন রাখলেন– জানতে চাইলে জানান, এটি একটি সামাজিক উপন্যাস। নাম শুনেই হয়ত অনেকে ভাবছেন এ গল্প কোনো যাযাবরের, যার চালচুলোর কোনো ঠিক নাই। যেখানে রাইত সেখানে কাইত টাইপের কোনো ভবঘুরের গল্প। যারা ঘুরে ঘুরে বেড়ায় যাদের আমরা ভবঘুরে বলে মনে করি সেই মানুষগুলো বড্ড স্বাধীন, তারা ঠিক জানে তারা জীবন থেকে আসলে কি চায়। তাদের নেই নির্দিষ্ট কোনো গন্তব্য, নেই ঠিকানা।
তিনি বলেন, কিন্তু আমরা অনেকে জানিই না, ভবঘুরে মানুষ নিজের গায়ে সেই তকমা লাগিয়েই সে বোহেমিয়ান কিন্তু এই পৃথিবীতে আমরা যারা নিজেদের স্থায়ী ঠিকানায় আছি বলে মনে করি তারা সবাই নিজের দেহে বন্দি একেকটা বোহেমিয়ান।
এসএসএইচ