জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন জীবন্ত কিংবদন্তি গুলজার
৫৮তম জ্ঞানপীঠ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ভারতের জীবন্ত কিংবদন্তি গুলজার। উর্দু ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার পাচ্ছেন তিনি।
জ্ঞানপীঠ কমিটির বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়। শনিবার (১৭ ফেব্রুয়ারি) জ্ঞানপীঠ কমিটি জানায়, গুলজার ছাড়াও ভারতে সাহিত্য ক্ষেত্রের সর্বোচ্চ পুরস্কার দেওয়া হবে সংস্কৃত ভাষার পণ্ডিত জগদ্গুরু রামভদ্রাচার্যকে।
বিজ্ঞাপন
১৯৩৪ সালের ১৮ আগস্ট জন্ম গুলজারের। হিন্দি ছবির সূত্রে গীতিকার ও চিত্রনাট্যকার হিসেবে পরিচয় তার। পাশাপাশি ‘ইজ্জত’, ‘মাসুম’, ‘মাচিসে’র মতো ছবির পরিচালকও তিনি। যদিও প্রাথমিকভাবে উর্দু ও পাঞ্জাবী ভাষার কবি। একাধিক কাব্যগ্রন্থের প্রণেতা। এছাড়া ‘মেরা কিছু সামান’, ‘এক আকেলা ইস শহর মে’, ‘বিড়ি জ্বালাইলে’র স্রষ্টা আক্ষরিক অর্থেই একজন জীবন্ত কিংবদন্তি।
আরও পড়ুন
আটের দশকেই ‘মেরা কুছ সামান’ গানটি রচনার জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন গুলজার। সব মিলিয়ে পাঁচটি জাতীয় পুরস্কার পেয়েছেন। ২০০২ সালে উর্দু ভাষায় অবদানের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার পান, ২০০৪ সালে পান পদ্মভূষণ, ২০১০-এ পান গ্র্যামি অ্যাওয়ার্ডও। ২০১৩ সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হন। বাকি ছিল জ্ঞানপীঠ, এবার সেই পুরস্কারও পেতে চলেছেন গুলজার।
এমএসএ