মেলায় কর্মকার অনুপ কুমারের ‘আশ্বিনের বৈঠক’
অমর একুশে বইমেলা ২০২৪-এ প্রকাশিত হয়েছে সমকালীন বাংলা কথা সাহিত্যের তরুণ প্রতিভাবান লেখক ও সাহিত্য সম্পাদক কর্মকার অনুপ কুমারের গল্পগ্রন্থ আশ্বিনের বৈঠক। বইটির প্রচ্ছদ এঁকেছেন কাব্য কারিম এবং বইটি প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। অমর একুশে বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে ইত্যাদি গ্রন্থ প্রকাশের প্যাভিলিয়ন ১১-তে।
আশ্বিনের বৈঠক গল্পগ্রন্থে লেখকের সম্পূর্ণ নতুন দশটি গল্প সংকলিত হয়েছে। সম্পূর্ণ ভিন্ন ধাঁচের স্বতন্ত্র ও মৌলিক দশ রকমের দশটি ঘটনা প্রবাহ নিয়ে লেখক তার গল্পগুলো সৃষ্টি করেছেন।
বিজ্ঞাপন
গল্পগুলো সম্পর্কে বলতে গিয়ে লেখক উল্লেখ করেন – মানুষ আনন্দিত হতে ভালবাসে, মানুষ চমকে যেতে পছন্দ করে। মানুষের এই আনন্দ ও চমকে যাবার প্রবৃত্তি দুটি নিবারণের এক চমৎকার মাধ্যম হচ্ছে বাংলা ছোটগল্প। আমার এই বইয়ের দশটি গল্পই মানুষকে আনন্দিত করবে এবং গল্পের ঘটনা প্রবাহের বাঁকে বাঁকে পাঠকরা চমকে যাবেন। লেখক আরও উল্লেখ করেন যে, মানুষের জীবনের সকল ঘটনাই মূলত একজন লেখকের কলমের মাধ্যমে গল্প হয়ে ওঠে। সে গল্প হতে পারে লেখকের স্বচক্ষে দেখা কোন ঘটনা নিয়ে বা কারও মুখে শোনা কোন জীবন আখ্যান নিয়ে। আমার এই আশ্বিনের বৈঠকের গল্পগুলোও তেমন অভিজ্ঞতার মধ্য থেকেই নির্মাণ করা হয়েছে। এসব গল্পে পাঠক যেমন রহস্য ও রোমাঞ্চ খুঁজে পাবেন তেমনি প্রতিটা গল্পেই পাঠক মানবিকতা বোধের একটা স্পর্শ খুঁজে পাবেন বলে আশা রাখি।
আশ্বিনের বৈঠক গল্পগ্রন্থে যে দশটি গল্প গ্রন্থিত হয়েছে তার শিরোনামগুলো হচ্ছে আশ্বিনের বৈঠক, চেয়ার, চৈত্র রাতের আঁধারে, এঁটো, গঙ্গা বুড়ির নগরে, মোহ অথবা মায়া, সোনালী ইলিশ, স্থানান্তারিত স্পর্শ, শিরদাঁড়া, প্রোফেসর জগন্নাথ ও অতিথি।
অমর একুশে বইমেলা ২০২৪-এ ইত্যাদি গ্রন্থ প্রকাশের প্যাভিলিয়ন ১১ ছাড়াও দেশের শীর্ষস্থানীয় সকল অনলাইন বই বিক্রেতা প্রতিষ্ঠান ও দেশের অভিজাত সকল বই বিপণীতে বইটি পাওয়া যাচ্ছে।