অমর একুশে বইমেলায় হাজারো বইয়ের মাঝে প্রথমবারের মতো সংযোজন হলো লিপোগ্রাম উপন্যাস। কোনো একটি বর্ণ বা কয়েকটি বর্ণকে বাদ দিয়ে রচিত গল্প বা বড় গল্প কিংবা পাঠ্যকে লিপোগ্রাম বলা হয়। লিপোগ্রাম গ্রিক শব্দ lipagrammatos থেকে প্রবর্তিত। যার মূল বিষয় missing letter।

বাংলা পরিষদ পর্যাভিধানে লিপোগ্রামের বাংলা পরিভাষা হলো বর্ণবিরান। বাংলা ভাষায় পূর্বে কোনো সাহিত্যে লিপোগ্রাম লক্ষ্য করা যায়নি। বাংলাভাষায় লিপোগ্রাম পূর্বে লেখা না হলেও ইংরেজি সাহিত্যে এর উদাহরণ বিরল নয়। আমেরিকান লেখক আর্নেস্ট ভিনসেন্ট রাইট ইংরেজি বর্ণমালার E অক্ষর বাদ দিয়ে Gadsby উপন্যাস ১৯৩৭ সালে লিখেছিলেন। তার এই উপন্যাসে ৫০,০০০ এর বেশি শব্দ রয়েছে। 

বাংলা সাহিত্যের প্রথম লিপোগ্রাম উপন্যাসের নাম পাঁজর। পাঁজর লিখেছেন ম স আলম। পাঁজর উপন্যাসে কোনো স্বরবর্ণ ( অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও এবং ঔ) ব্যবহার করা হয়নি। বাংলা বর্ণমালার এই এগারোটি অক্ষর সরাসরি বাদ দিয়ে পাঁজর উপন্যাসটি লিখা হয়েছে। তবে স্বর-কার ব্যবহার করা হয়েছে। পাঁজর উপন্যাসে রয়েছে ২৫,০০০ এর বেশি শব্দ। পাঁজর উপন্যাসটি প্রকাশিত হয়েছে শিখা প্রকাশনী থেকে। 

এছাড়াও চলতি বছরের বইমেলার মাঝামাঝি সময়ে ম স আলম এর লেখা দ্য বিলিয়নেয়ার ভদকা নামক কাব্যগ্রন্থ প্রকাশিত হবে। দ্য বিলিয়নেয়ার ভদকা কাব্যগ্রন্থেরও কোনো  স্বরবর্ণ ব্যবহার করা হয়নি। সে হিসেবে কাব্যগ্রন্থটি লিপোগ্রাম কাব্যগ্রন্থ হিসেবে বিবেচিত। এই কাব্যগ্রন্থে লেখকের ৬৪টি কবিতা রয়েছে। ম স আলম ভিন্নধারায় লিখে বাংলা সাহিত্য নতুন পথ সুগম করেছেন। ম স আলম নেত্রকোণা জেলার মদন উপজেলায় জন্মগ্রহণ করেন।

জেডএস