অমর একুশে বইমেলায় এসেছে ফারহানা সিনথিয়ার উপন্যাস ‘শরতের শেষ থেকে’। এটি তার চতুর্থ উপন্যাস। বইটির প্রচ্ছদ করেছেন মো. সাদিতউজজামান।

নস্টালজিয়া, মুক্তিযুদ্ধ, প্রবাস, দেশের প্রতি টানসহ-ফ্রেমেবন্দি বেশ কিছু বিষয় নিয়ে ১২৮ পৃষ্ঠার উপন্যাসটি সাজানো হয়েছে।

এর আগে অসংখ্য সংকলনে তার ছোটগল্প প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য সংকলন– হৃদবাংলা, ভালোবাসা কারে কয়, রহস্যলীনা। ২০২১ সালে পাঁচটি সংকলনে এসেছে তার লেখা রহস্য আর সমকালীন ছোটগল্প।

নতুন বই সম্পর্কে ফারহানা সিনথিয়া বলেন, মনের ক্ষুধা মেটাতেই মূলত লেখালেখি করি। তারই ধারাবাহিকতায় এবারও বই আসছে। আশা করি বইটি বরাবরের মতো পাঠক প্রিয়তা অর্জন করবে।

উপন্যাসটি বইমেলার প্রথম দিন থেকেই পাওয়া যাচ্ছে অন্যপ্রকাশের স্টলে, বইমেলা থেকে সংগ্রহ করতে পারবেন পাঠকরা ২৫ শতাংশ ছাড়ে।

ফারহানা সিনথিয়ার শৈশব কেটেছে ঢাকায় বাংলাদেশে। এরপর কানাডা। বাবা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন আর মা ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা। বই পড়া শুরু অধ্যাপক নানার ব্যক্তিগত সংগ্রহশালায়। সেখানেই ম্যাক্সিম গোর্কির বাংলায় অনূদিত লেখা পড়ে বিদেশি সাহিত্যের সঙ্গে পরিচয়। পছন্দের লেখক হুমায়ুন আহমেদ এবং মুহাম্মদ জাফর ইকবাল। কৈশোরের শীর্ষেন্দু, সমরেশ আর সুনীলের বইয়ের সঙ্গে সখ্য এখনো আছে।

ইংরেজিতে প্রাতিষ্ঠানিক শিক্ষা সত্ত্বেও বাংলা সাহিত্যের প্রতি অনুরাগ ছিল ছেলেবেলা থেকেই। কানাডা থেকে তড়িৎ প্রকৌশলে স্নাতক ডিগ্রি নিয়ে চাকরি করছেন।

২০২০ বইমেলায় পেন্সিল প্রকাশনীর গল্প সংকলনে ছোটগল্প প্রকাশিত হয়। তার প্রকাশিত গ্রন্থ: আবর্ত (ডিটেকটিভ থ্রিলার), দ্বিতীয় জীবন (ডায়াস্পোরা), কৃষ্ণচূড়ার দিন (সাইকোলজিক্যাল থ্রিলার), শরতের শেষ থেকে (সামাজিক উপন্যাস)।

এসএসএইচ