দুর্দম্য সুলতানা কামাল খুকী
ক্রীড়াবিদ সুলতানা কামালকে নিয়ে লেখা প্রথম বই
সুলতানা কামাল খুকী ছিলেন বিদেশের মাটিতে স্বাধীন বাংলাদেশের হয়ে প্রথম পদক জয়ী ক্রীড়াবিদ। স্বাধীনতার পূর্ববর্তী ও পরবর্তী সময়ে অসাধারণ সাহসী এ নারী ক্রীড়াবিদ গোল্ডেন গার্ল হিসেবে পরিচিত ছিলেন। তার খ্যাতি ছিল আকাশছোঁয়া। সুলতানা কামাল খুকী ক্রীড়াজীবনের পাশাপাশি শিক্ষাজীবনেও সফল ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন তিনি। ১৯৭৫ সালের ১৪ জুলাই সুলতানা কামাল খুকী বিবাহবন্ধনে আবদ্ধ হোন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের সঙ্গে। কিন্তু ১৫ আগস্ট সেই কালরাতে বিয়ের মাস যেতে না যেতেই ঘাতকের বুলেটে নির্মমভাবে মৃত্যুবরণ করেন তিনি।
সুলতানা কামাল খুকীর মৃত্যুর ৪৮ বছর পর প্রকাশিত হয়েছে তাকে নিয়ে লেখা প্রথম বই দুর্দম্য সুলতানা কামাল খুকী। এ বইয়ে ওঠে এসেছে তার সম্পূর্ণ জীবন কাহিনি।
বিজ্ঞাপন
গত ২৯ আগস্ট বাংলা একাডেমিতে বইটির মোড়ক উন্মোচন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি, বাংলা একাডেমির সভাপতি ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আরমা দত্ত এমপি এবং বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নূরুল হুদা।
সবচেয়ে অবাক করা বিষয় হল- বইটি লিখেছেন সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থী আরাবী বিনতে শফিক (শিফা)। এটি তার লেখা তৃতীয় বই।
জানা যায়, শিফা ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময়ই দুর্দম্য সুলতানা কামাল খুকী বইটি লেখার কাজ শুরু করে প্রায় একবছর ধরে গবেষণা, সুলতানা কামাল খুকীর পরিবার ও পরিচিতদের কাছ থেকে সাক্ষাৎকার গ্রহণ করার পর প্রকাশিত হয়। বইটি প্রকাশিত হয়েছে পাঠকপ্রিয় জ্ঞানকোষ প্রকাশনী থেকে। এটি সব বয়সী পাঠকরা পড়তে পারবেন এবং বইটির মাধ্যমে সুলতানা কামাল খুকীর আদর্শ জীবনের আলোকে নিজেকে গড়ে তুলতে পারবেন। বিশেষ করে নারী অ্যাথলেটদের জন্যও বইটি অনুপ্রেরণার বাতিঘর।
বইটি নিয়ে শিফার অনুভূতি জানতে চাইলে তিনি জানান, বইটি লিখে সত্যি আমি আনন্দিত, এ বইটির মাধ্যমে এক কিংবদন্তি ক্রীড়াবিদকে আমাদের এ প্রজন্ম নতুন করে জানবে এবং স্বাধীনতার আগে এবং পরে আমাদের ক্রীড়াঙ্গন কেমন ছিল তাও জানতে পারবে।
পড়াশোনার পাশাপাশি লেখালেখি এবং আইসিটিতেও দক্ষতা রয়েছে আরাবী বিনতে শফিকের। তৃতীয় শ্রেণিতে পড়ার সময়ই শিফা নির্মাণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন নির্ভর অ্যাপ 'এক পলকে শেখ হাসিনা'। বর্তমানে তার নির্মাণ করা অ্যাপের সংখ্যা দুইটি। সেগুলো হল- 'এক পলকে শেখ হাসিনা' ও 'অদম্য শেখ রাসেল'।
এ অ্যাপগুলোর আলোকে শিফা লিখেছেন বইও। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় প্রকাশিত হয় শিফার লেখা প্রথম বই 'এক পলকে শেখ হাসিনা Sheikh Hasina at a glance'. শিফার লেখা প্রথম বইয়ের মোড়ক উন্মোচন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শিফার নির্মাণ করা 'অদম্য শেখ রাসেল' অ্যাপটি শেখ রাসেলকে নিয়ে নির্মিত প্রথম অ্যাপ। এটি গুগল প্লে স্টোরে আইসিটি ডিভিশনের একাউন্টে পাওয়া যাচ্ছে। তাছাড়া শেখ রাসেল দিবস-২০২২ উপলক্ষ্যে 'অদম্য শেখ রাসেল' অ্যাপের আলোকে প্রকাশিত হয়েছে 'অদম্য শেখ রাসেল-Indomitable Sheikh Russel' বই। এ বইটিরও মোড়ক উন্মোচন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
আইসিটি খাতে অবদান রাখায় শিফা অর্জন করেছেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পক্ষ থেকে পুরস্কার, আইসিটি ডিভিশনের পুরস্কার। কোভিড-১৯ এর সময় যে শিশুরা ডিজিটাল ডিভাইসের অভাবে অনলাইন ক্লাস করতে পারেনি শিফা তার পুরস্কারের প্রাপ্ত অর্থ দিয়ে তাদের মাঝে ডিভাইস বিতরণ করেছেন।
এ বইটি বর্তমান প্রজন্মকে অসাম্প্রদায়িক, প্রগতিশীল হিসেবে নিজেকে গড়ে তুলতে অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এসআর/পিএইচ