বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খানসহ প্রতিষ্ঠানটির চার কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন আছেন।

শনিবার (৩ এপ্রিল) রাতে বাংলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা পিয়াস মজিদ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শামসুজ্জামান খান সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও বাংলা একাডেমির আরও তিন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। তারা নিজ বাসায় ‘আইসোলেশনে’ থেকে চিকিৎসা নিচ্ছেন।

অন্য কর্মকর্তারা হলেন, অমর একুশে বইমেলার সদস্য সচিব ও বাংলা একাডেমির বিক্রয়, বিপণন ও পুনর্মুদ্রণ বিভাগের পরিচালক ড. জালাল আহমেদ, গ্রন্থাগার বিভাগের পরিচালক ড. মো. হাসান কবীর এবং একাডেমির সচিব এ এইচ এম লোকমান।

আরও পড়ুন : রোববারই বইমেলার শেষ দিন!

এদিকে বইমেলা শুরু হওয়ার পর লেখক-প্রকাশক ও মেলার বিক্রয়কর্মীসহ ২০ জনের বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে প্রকাশক কামরুল হাসান শায়ক বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

এএইচআর/এমএইচএস