হুমায়ুন আজাদ / ফাইল ছবি

বাংলাদেশের সুপরিচিত লেখক ও অধ্যাপক হুমায়ুন আজাদের স্মরণে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

শনিবার (১২ আগস্ট) বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে আলোচনা করবেন কবি মারুফুল ইসলাম, কবি কামরুল ইসলাম, ড. প্রতিভা রানী কর্মকার ও মৌলি আজাদ।

আলোচনা শেষে সভায় কবিতা পাঠ করা হবে। এতে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। স্বাগত বক্তব্য রাখবেন আগামী প্রকাশনীর প্রধান নির্বাহী বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি।

এফকে