মেলায় সাংবাদিক আবু আলীর ‘আকাশ থেকে জলে’
সাংবাদিক আবু আলীর ভ্রমণ বিষয়ক বই ‘আকাশ থেকে জলে’ পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায়। বইটি শুধুমাত্র একটি ভ্রমণ বৃত্তান্ত নয়, তারচেয়েও অধিক। এর পৃষ্ঠায় পৃষ্ঠায় বিধৃত রয়েছে বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানের ভ্রমণসংক্রান্ত চিত্তাকর্ষক তথ্য এবং সুচারু চিত্রাবলী।
সুন্দরবন, কক্সবাজার, হাওড় ও সিলেটের পর্যটনকেন্দ্রগুলোর বিশদ তথ্যপঞ্জি সন্নিবেশিত হয়েছে বইটিতে। বিশেষ করে লেখক দর্শনীয় স্থানগুলোর চিত্র, ইতিহাস ও সংস্কৃতি এতে তুলে ধরেছেন। স্বল্পখরচে কিভাবে ভ্রমণ করা যায়, তা বইটিতে তুলে ধরা হয়েছে স্বকীয় ভাষা ও প্রাঞ্জলতার মাধ্যমে।
বিজ্ঞাপন
‘আকাশ থেকে জলে’ প্রকাশ করেছে জ্যোতিপ্রকাশ। মেলার ১০২ ও ৫৬৮ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। বইটির মূল্য ধরা হয়েছে ১৭৫ টাকা। তবে মেলায় পাওয়া যাচ্ছে ২৫ শতাংশ কমিশনে।
পেশাগত জীবনে আবু আলী দৈনিক আমাদের সময় পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করছেন। এর আগে তিনি দৈনিক সংবাদ ও বার্তাসংস্থা এনএনবিতে কাজ করেছেন।
এটি লেখকের তৃতীয় বই। এর আগে ২০২০ সালের বইমেলায় তার প্রথম ভ্রমণসংক্রান্ত ‘মেঘ পাহাড়ের আলিঙ্গন’ এবং ২০১৮ সালে ‘শেয়ারবাজারের প্রাথমিক ধারণা’ প্রকাশিত হয়।
আরএইচ