দনিয়া স্টুডিও থিয়েটার হলে প্রথম প্রযোজনা ‘কথন : ছিন্নভিন্ন ইতিহাস’ নাটকটির প্রদর্শনী আজ সন্ধ্যা সোয়া ৭টায় দনিয়া থিয়েটার মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

আজ (শনিবার) ও আগামীকাল রোববার প্রতিদিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নাটকটির দুটি প্রদর্শনী হবে। 

নাট্যরূপ নির্দেশনা ও অভিনয়ে থাকছেন মোহাম্মদ শাহনেওয়াজ। এ নাটকটি  কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের একাত্তর: করতলে ছিন্নমাথা থেকে নেওয়া, ‘নদীতে পুরুষের লাশ ভাসে চিৎ হয়ে নারীর ভাসে উপুড় হয়ে’ খুলনা শহরে ৭১সালে ঘটে যাওয়া সেই স্মৃতিগুলো কথা ফুটে উঠেছে এ নাটকে। 

দনিয়া স্টুডিও থিয়েটার হল ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি বরেণ্য শিল্পী আসাদুজ্জামান নূর উদ্বোধন করেন, সে সময়ে ৭ দিনব্যাপী আন্তর্জাতিক একক নাট্য উৎসব হয়েছিল অত্র অঞ্চলের বিপুল মানুষ উৎসবে প্রতিদিন পাশে ছিল। মঞ্চনাটক ছড়িয়ে দেওয়ার জন্যই আমাদের মঞ্চ নির্মাণ। 

মহাকাল নাট্য সম্প্রদায়, কথক থিয়েটারের এক ঝাঁক তরুণ, দনিয়া পাঠাগারের সকলের সহায়তায় এই নাটক মঞ্চস্থ  হবে।

এমএ