লেখক ও চিকিৎসক ফারহানা মোবিনের বই ‌‘সুস্থ থাকতে চাই’ প্রকাশ হয়েছে এবারের অমর একুশে বইমেলায়। এই বইয়ের মূল বিষয়বস্তু হলো কীভাবে স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করে নিজেকে সুস্থ রাখা যায় এবং পরিচিত কিছু অসুখ নিয়ে সচেতনতাবোধ। বইটি প্রকাশিত হয়েছে বিদ্যা প্রকাশনা থেকে। বইটি সোহরাওয়ার্দী উদ্যানের ৩২৭, ৩২৮, ৩২৯, ৩৩০ নম্বর স্টলে পাওয়া যাবে। বইটি সংগ্রহ করা যাবে রকমারি ডট কম থেকেও।

ফারহানা মোবিন সব বয়সী পাঠকের সহজ ভাষায় লেখেন। তার জন্ম ও বেড়ে ওঠা রাজশাহী বিভাগে। এমবিবিএস এরপর তিনি এমএস করেন পাবলিক হেলথ-এ। বারডেম হাসপাতাল থেকে ডায়াবেটিস এবং হার্ট ফাউন্ডেশন হসপিটাল থেকে হৃদরোগের ওপর সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন। তিনি বর্তমানে জেনারেল ফিজিশিয়ান হিসেবে কাজ করছেন। পাশাপাশি চালিয়ে যাচ্ছেন লেখালখি। নারী ও শিশু উন্নয়ন, সামাজিক সমস্যা, স্বাস্থ্য সচেতনতা, জীবনযাপন সম্পর্কিত নানা বিষয় উঠে আসে তার লেখায়। ইতিমধ্যে তার একাধিক বই প্রকাশ পেয়েছে।

মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন গ্রীন লাইফ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এবং স্কয়ার হাসপাতালে। অসহায় মানুষের ফ্রী চিকিৎসা, সমাজ সচেতনতামূলক লেখা, টিভি চ্যানেলে অনুষ্ঠান এবং বহুবিধ সামাজিক কাজের জন্য তিনি অর্জন করেন, ‌বিজেম সম্মাননা এওয়ার্ড ২০১৯, উইবিডি সম্মাননা এওয়ার্ড ২০১৮ ও স্বাধীনতা সংসদ আলোকিত নারী সম্মাননা এওয়ার্ড ২০১৯।

এইচএন/এএ