ভালোবাসা ও বিচ্ছেদের গল্প নিয়ে ফরহাদ হোসেনের বই
ভালোবাসা ও বিচ্ছেদের গল্প নিয়ে মোহাম্মদ ফরহাদ হোসেন ফাহাদের ‘টাইপস অফ গার্ল ফ্রেন্ডস’ উপন্যাস প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে ওয়ার্থি পাবলিকেশন্স।
উপন্যাসটি নাটকীয়তা, বন্ধুত্ব এবং হাস্যরসের মাধ্যমে প্রকাশিত হয়েছে। কিছুটা রোমান্টিক কমেডির আলোকে লেখক গল্প বলার চেষ্টা করেছেন।
বিজ্ঞাপন
উপন্যাসের মূল চরিত্র উপন্যাসটির লেখক নিজেই। তিনি বিভিন্ন ধরণের প্রেমের অভিজ্ঞতা পেয়েছেন এবং সেই সঙ্গে হৃদয় বিচ্ছেদের মতন ঘটনার সাক্ষী হয়েছেন, সেসব বিষয়েই তিনি গল্পে ফুটিয়ে তুলেছেন।
ইতিমধ্যে বইটি পাঠকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে।
বইটি বাতিঘর এবং ওয়ার্থি পাবলিকেশন্সের অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে। ওয়ার্থি পাবলিকেশন্স বিভিন্ন লেখক, কবি ইত্যাদি, রচনা প্রকাশের জন্য পরিচিত।