সরকারের সব ধরনের ডিজিটাল সেবা সম্পর্কে জানতে বইমেলায় একটি স্টলের সামনে দীর্ঘ লাইন। একটু সামনে এগোলেই দেখা মিলছে, ৩৬০ ডিগ্রি ফটোশ্যুটে ব্যস্ত এক যুবক। তার ডানপাশেই ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) চোখে বিভোর এক শিশু। নতুন প্রযুক্তির স্বাদ পেয়ে চোখে-মুখে হাসি লেপ্টে আছে তার। স্টলের একেবারে ডানপাশে এক মধ্য বয়স্কের চোখ জায়ান্ট স্ক্রিনে। সরকারের ডিজিটাল সেবার আদ্যোপান্ত নিজেই জেনে-বুঝে নিচ্ছেন তিনি।

অমর একুশে বই মেলায় এমনই ‘স্মার্ট বাংলাদেশের’ আবহে স্টল সাজিয়েছে ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করা কর্মসূচি অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই)।

বাংলা একাডেমি প্রাঙ্গণে ঢুকে ৮৩৭-৮৩৯ স্টলের সামনে চোখ পড়লে দেখা মিলছে, দৃষ্টিনন্দন এই স্টলকে ঘিরে দর্শনার্থীদের ভিড়। সব বয়সের মানুষদের আনাগোনায় মুখরিত এটুআই স্টল। আগ্রহীদের চোখ আটকে যাচ্ছে নান্দনিক এই স্টলে।

বাবা-মাসহ বই মেলায় ঘুরতে এসেছে মতিঝিল আইডিয়াল স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ইমরান আহমেদ। ভার্চুয়ালি রিয়েলিটির অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত এই শিশু জানায়, বইমেলায় এসে খুবই ভালো লাগছে। অনেক কিছু নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। প্রথমবার ভার্চুয়াল রিয়েলিটির অভিজ্ঞতা নিতে পেরে ভালো লেগেছে।

এটুআই স্টলে ৩৬০ ডিগ্রি ভিডিওগ্রাফিতে অংশ নেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইভা রহমান বলেন, সেলেব্রিটিদের দেখতাম ৩৬০ ভিডিওগ্রাফি করতে। এটুআইয়ের স্টলে এই অভিজ্ঞতা নিয়ে আনন্দবোধ হচ্ছে। ডিজিটাল বাংলাদেশের নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচয় হওয়া আনন্দের বিষয়।

এটুআই স্টলে ঘুরে যাওয়ার অভিজ্ঞতা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হান্নান পারভেজ। তিনি বলেন, বই মেলায় এসে এটুআইয়ের স্টল চোখে পড়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন দেখছেন তার সফল উদাহরণ মনে হলো এই স্টল। এখানে ভার্চুয়াল রিয়েলিটি ও ৩৬০ ডিগ্রি ভিডিওগ্রাফি দেখার সুযোগ হলো। বাংলাদেশের বিভিন্ন জেলার সুন্দর সুন্দর বই দেখলাম। সঙ্গে স্টলের এক বুথ স্ক্রিনে দেশের ডিজিটাল সেবাগুলো নিয়ে জানার সুযোগ হলো। খুবই ভালো উদ্যোগ নিয়েছে এটুআই। সবমিলিয়ে ভালো অভিজ্ঞতা হয়েছে।

বই মেলায় এবার প্রথম দিন থেকেই এটুআই স্টলকে ঘিরে দর্শনার্থীদের আগ্রহ বেড়ে চলছে। সেই অভিজ্ঞতার কথা জানান স্টলের এক কর্মী। তিনি বলেন, দেশের নানান প্রান্ত আসা থেকে সব বয়সের মানুষদের আগ্রহ দেখতে পাচ্ছি। শিশু, যুব সমাজ ও বয়স্কদের মধ্যে এটুআই স্টলকে ঘিরে আলাদা আগ্রহ দেখা যাচ্ছে। লাইন ধরে সবাই স্টলের ফিচারগুলো দেখছেন ও সঙ্গে অংশ নিচ্ছেন। তারা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করছেন।

কেএ