অমর একুশে বইমেলা উপলক্ষে নতুন বিন্যাস প্রকাশন থেকে প্রকাশিত হচ্ছে কবি ও প্রবন্ধকার এফাজ মোবারকের প্রবন্ধের বই ‘সময়ের জানালায়’। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন আহমাদুল্লাহ ইকরাম। বইটি সম্পাদনা করেছেন কালামিস্ট মুফতি শাঈখ মুহাম্মাদ উছমান গনী। মুদ্রিত মূল্য রাখা হয়েছে ৭২ টাকা। 

গ্রন্থটিতে লেখক সরল ও প্রাঞ্জল ভাষায় মডার্ন আইডিওলজি ও কোরআন হাদিসের রেফারেন্সে তুলে এনেছেন নিখুঁতভাবে। সময়ের বহুল আলোচিত সমালোচিত ও বিতর্কিত বিষয়ে না জড়িয়ে সুন্দর সহজ সমাধানের পথ খুঁজেছেন পুরো বই জুড়ে। বার্তা দিয়ে গেছেন সংস্কার ও গঠনমূলক একটি সমাজ ও যৌবনের।

বই বিষয়ে মুফতী শাঈখ মুহাম্মাদ উছমান গনী বলেছেন, নবীন আলেম লেখক এফাজ মোবারক সঙ্কলিত ‘সময়ের জানালায় আধুনিকতা ও যৌবন’ গ্রন্থটি তরুণ মনের ভাবনা ও সমকালীন গুরুত্বপূর্ণ বিষয় দ্বারা সাজানো হয়েছে। এতে আছে ব্যবহারিক ও প্রচলিত নানান কূটতর্কের বাস্তবসম্মত সহজ সমাধান। আরো আছে ব্যক্তি জীবন, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়, সভ্যতা, সংস্কৃতি, ধর্ম, দর্শন, স্বাস্থ্য ও মনস্তত্ব। ব্যবহারিক ও তাত্ত্বিক বিশ্লেষণে ভরপুর বইটি এক নিঃশ্বাসে পড়ে ফেলার মতো। ভাষার সাবলীলতা ও উপস্থাপনার সরলতা এ পুস্তকের অন্যতম বৈশিষ্ট্য। 

গ্রন্থকার সময় ও পাঠককে আপন করে নিয়েছেন একসাথে। এতে পাঠক তার নিজের জীবনের গল্প ও মনের জটিল প্রশ্নের সমাধান খুঁজে পাবেন। পড়া শেষে ভাবনা রয়ে যাবে মুগ্ধতার আবেশে। এখানেই লেখকের সফলতা।

একুশ শতকের জানুয়ারি মাসের নয় তারিখে লেখকের জন্ম। ফরিদপুরের ভাংগা থানার অন্তর্গত হোগলাকান্দি গ্রামে বেড়ে উঠা। ঢাকা মোহাম্মদপুরে দাওয়ারায়ে হাদিস মাস্টার্স পড়াশোনা করছেন ৷  ইতিহাস, দর্শন, সভ্যতা, সংস্কৃতি সহ সাহিত্যের সকল বিষয়ে তার পছন্দের জায়গা। কবিতা, গদ্য, আর প্রবন্ধ-নিবন্ধ চর্চা দিয়ে তার সাহিত্যজীবন শুরু। ‘সময়ের জানালায়’ তার প্রথম প্রবন্ধের বই। 

একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে কাব্যগ্রন্থ প্রকাশন এর ৩০৩ নং স্টলে এবং বাড়ির ৫৮৭ নং স্টলে। এছাড়া সবসময় পাওয়া যাবে বাংলাবাজার ইসলামী টাওয়ারে (৩য় তলা) অবস্থিত রাইয়ান প্রকাশনসহ দেশের যেকোনো অনলাইন বুকশপে।

এনটি