ভ্রমণসাহিত্যের বই 'মালায়ুর দেশে'
অমর একুশে গ্রন্থ মেলায় প্রকাশিত হয়েছে লেখক রফিক আহমদ খান-এর মালয়েশিয়া ভ্রমণকাহিনি নিয়ে লেখা বই 'মালায়ুর দেশে'। বইটির প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি।
লেখক রফিক আহমদ খান দীর্ঘদিন মালয়েশিয়ায় প্রবাসজীবন যাপন করেছেন। মালয়েশিয়ার ভূমিপুত্রা মালায়ু জাতি এবং মালয়েশিয়ান চাইনিজ, তামিলদের দৈনন্দিন জীবনযাপন ও সংস্কৃতি খুব কাছ থেকে গভীর আগ্রহে অবলোকন করেছেন তিনি। সেইসব বিষয়-সহ মালয়েশিয়ার নানা চমকপ্রদ ঘটনা তিনি তুলে এনেছেন তাঁর লেখায়।
বিজ্ঞাপন
আধুনিক মালয়েশিয়ার জনক মাহাথির মোহাম্মদের পূর্বপুরুষ কি বাঙালি? এই প্রশ্নের উত্তরও মিলবে মালায়ুর দেশে গ্রন্থে। মালয়েশিয়ার স্বাধীনতার জনক তুনকু আবদুল রহমান সম্পর্কেও পাঠক জানতে পারবেন বইটিতে।
বই সম্পর্কে লেখক রফিক আহমদ খান বলেন, "মালায়ুর দেশে বইটি পাঠে-পাঠে একজন পাঠক মালায়ুর দেশের পথে-প্রান্তরে পায়ে-পায়ে না-হলেও মনে-মনে ভ্রমণ করবেন। মনের অজান্তেই পাঠক মালয়েশিয়ায় পৌঁছে যাবেন। পাশাপাশি মননশীল পাঠক একটা মৌলিক ভ্রমণসাহিত্যের বই পাঠের স্বাদ পাবেন।"
লেখক-সাংবাদিক রফিক আহমদ খান বিভিন্ন পত্রিকায় নিয়মিত নানা বিষয়ে প্রবন্ধ ও ভ্রমণ-গদ্য লিখে থাকেন। প্রাবন্ধিক ও ভ্রমণ লেখক হিসেবে দেশে-বিদেশে বাঙালি পাঠকের কাছে তিনি পরিচিত। মালায়ুর দেশে বইটি ইতিমধ্যে প্রকাশনা সংস্থা অক্ষরবৃত্ত আয়োজিত অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি পুরস্কার-২০২২ অর্জন করেছে।
বইটি ঢাকা বইমেলায় অক্ষরবৃত্তের (১৬৯ নম্বর) ও চট্টগ্রামের বইমেলায় (২০-২১ নম্বর) স্টলে পাওয়া যাচ্ছে।