বইমেলায় রায়হান রাশেদের ‘যারা দীপ জ্বেলে যায়’
একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে লেখক ও সাংবাদিক রায়হান রাশেদের বই যারা দীপ জ্বেলে যায়। বইটি প্রকাশ করেছে রাহনুমা প্রকাশনী। প্রচ্ছদ করেছেন কাজী যুবাইর মাহমুদ। বইটি মেলায় রাহনুমা প্রকাশনীর ২০৬—ঘ, ঙ স্টলে পাওয়া যাবে।
বইটির মুদ্রিত মূল্য ৩০০ টাকা। ৭ ফর্মার বইটিতে পরার্থে জীবন পার করেছেন, এমন ১৬ জন মানুষকে নিয়ে ফিচার লেখা হয়েছে। লেখকের গদ্যের ভাষা মেদহীন ও মোলায়েম। ছোট ছোট বাক্যের নিটোল গাঁথুনি জুড়ে আছে কবিতার আহ্বান। ছড়ার মতো করে পড়া যায় অনায়াসে।
বিজ্ঞাপন
বইটিতে এমন মানুষদের নিয়ে ফিচার লেখা হয়েছে, যাদের কেউ বিনা মূল্যে ১২ বছর ধরে মানুষকে চিকিৎসাসেবা দিচ্ছেন, কেউ ৬০ বছর ধরে মানুষকে বই পড়তে দিচ্ছেন আর সংগ্রহ করেছেন অমূল্য রতন, কেউ ইতিহাসের সন্ধানে এক জীবন বিলিয়ে দিয়েছেন, কেউ পথশিশুদের সঙ্গে জীবনের সংসার পেতেছেন কিংবা বিনামূল্যে দিয়েছেন ৩৫ হাজার বই। কেউ কভিড-১৯ এ জীবন বাজি রেখে দাফন করেছেন মরদেহ, হাত নেই; পায়ে লিখে পড়াচ্ছেন কেউ, কেউ আবার অন্ধ হয়েও হাফেজ তৈরির কারখানা গড়েছেন কিংবা সংগ্রামী জীবন শেষে এনেছেন সফলতা বা উস্তাদ ছাড়াই ছুঁয়ে ফেলেছেন স্বপ্নের মসনদ।
এ বইয়ে লেখক পরার্থে জীবন পার করছেন এমন মানুষদের গল্পই বলেছেন। খুব ব্যস্ত আজকের বাজারকেন্দ্রিক সমাজে এসব মানুষ কমছে দ্রুত। তাই তাদের কথা বলে রাখাও জরুরি। এই কাজটি করে লেখক যথার্থই ধন্যবাদ পাওয়ার উপযুক্ত হয়েছেন।
বইটির লেখক রায়হান রাশেদ বলেন, যারা দ্বীপ জ্বেলে যায় বইয়ের প্রতিটি চরিত্রই পরোপকারী, মানবদরদী, হিতৈষী, সংগ্রামী ও অদম্য। তারা আলো জ্বেলে যায়। আধার তাড়ায়। সুখবর দিয়ে যায়। সুপ্রভাত নির্মাণ করে। তারা আছেন বলেই বাংলাদেশ এত সুন্দর। বাংলাদেশ হাসে। স্বপ্ন দেখে। সুখের আকাশ ছুঁয়।
রায়হান রাশেদ দাওরায়ে হাদিস (মাস্টার্স) পড়েছেন ২০১৫ সালে। ২০২২ সালে স্নাতক করেছেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে। বর্তমানে তিনি সাংবাদিকতা পেশায় কর্মরত।
এনটি