মেলায় কথাসাহিত্যিক ইমন চৌধুরীর ‘৫০ হাসির গল্প’
অমর একুশের গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক, নাট্যকার ও সাংবাদিক ইমন চৌধুরীর নতুন বই ‘৫০ হাসির গল্প’।
দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রগুলোতে বিভিন্ন সময় প্রকাশিত লেখকের বাছাই করা ৫০টি হাসির গল্প স্থান পেয়েছে বইটিতে।
বিজ্ঞাপন
নতুন বই সম্পর্কে ইমন চৌধুরী বলেন, ‘নাটক, গল্প, উপন্যাসের পাশাপাশি হাসির গল্প লিখতেও আমি সমান স্বাচ্ছন্দ্যবোধ করি। প্রথম আলো, ইত্তেফাক, সমকাল, যুগান্তর, কালের কণ্ঠসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত আমার হাসির গল্পগুলো থেকে বাছাই করে ৫০টি গল্প স্থান পেয়েছে এ বইয়ে। হাস্যরসের মাধ্যমে আমি চেষ্টা করেছি সামাজিক অসঙ্গতি নিয়ে লিখতে। আশা করি পাঠকরা গল্পগুলো উপভোগ করবেন।’
বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী ধ্রুব এষ। প্রকাশ করেছে ‘বাংলাপ্রকাশ’। বইটির মূল্য ৩৬০ টাকা।
/এসএসএইচ/