বইমেলায় সৈয়দ রিয়াজুর রশীদের ‘সমগ্র রচনা ১’ প্রকাশিত হয়েছে। গ্রন্থটির পাণ্ডুলিপি আয়োজনে এ পর্যায়ে বিন্যস্ত হয়েছে ১টি উপন্যাস, ১৫টি গল্প ও ৭টি প্রবন্ধ। এছাড়া রয়েছে সাক্ষাতকার ও আত্ম-অংশ যেখানে উঠে এসেছে সময়ের উত্তাপ।

গ্রন্থভুক্ত উপন্যাসে ১ম বিশ্বযুদ্ধ থেকে ২য় বিশ্বযুদ্ধ মধ্যবর্তীকালীন জীবনানন্দ, মানিক, অদ্বৈত মল্ল এবং সঞ্জয় ভট্টাচার্যের দোদুল্যমান জীবন-মরণের আখ্যান বিবৃত হয়েছে। আবিষ্কৃত হয়েছে সেই সময়ে রাতদিনের চিত্র।

এই গ্রন্থের ছোটোগল্পগুলোর ক্যানভাস সমগ্র বাংলাদেশ ঘিরে বিস্তৃত, উঠে এসেছে এ জনপদের মানুষ, সংস্কৃতি, ইতিহাস, নৃতত্ত্ব,মিথ-পুরাণ-লোকায়ত পেশি; প্রতিফলিত হয়েছে সমাজ, অর্থনীতি, রাজনীতি ও মানুষের মানচিত্র। মানুষের সংগ্রাম, সংগ্রামের মানুষ এখানে গল্প শোনায়। অন্য এক ভিন্ন লেন্স দিয়ে দেখা হয়েছে- পাঠক আবিষ্কার করবে ভিন্নমাত্রার অবলোকন।

প্রবন্ধগুলোতে পাওয়া যায় প্রজ্ঞা, পর্যবেক্ষণ ও বহুকৌণিক মাত্রা। লেখাগুলো একইসঙ্গে গবেষণামূলক, সৃজনশীল ও মননশীল। পরিশিষ্ট অংশে যুক্ত হয়েছে নিবন্ধ-সাক্ষাৎকার, উন্মোচিত হয়েছে লেখকের আত্মপ্রকাশ ও মননের খণ্ডচিত্র। তার লেখা পাঠককে নতুন অভিজ্ঞতার মুখোমুখি করবে।

লেখক পরিচিতি: সৈয়দ রিয়াজুর রশীদ, ছোট কাগজ আন্দোলনের অন্যতম কথাসাহিত্যিক। জন্ম ১৯৬২ সালের ৪ অক্টোবর; ফেঞ্চুগঞ্জ, সিলেট। পিতা সৈয়দ হারুনার রশীদ, মা জাহানারা রশীদ।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে সম্মান-স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ সাংবাদিকতা, দুর্যোগ ব্যবস্থাপনা, উন্নয়ন অধ্যয়ন ও জেনোসাইড স্টাডিজে। সরকারি আমলার চাকরি থেকে স্বমুক্তি, বর্তমানে স্বনিয়োজিত গবেষণা ও লেখালেখিতে। আশির দশকের শব্দ-শিল্পী, মূলত গল্পকার হলেও প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে প্রবন্ধ ও উপন্যাস।

লেখকের প্রকাশিত গ্রন্থ: 
উপন্যাস: অমীমাংসিত আলো-আঁধারি/ পিতৃপুরুষগণ অথবা ইতিহাসের মানুষজন [২০১২], বিস্তারিত অথবা বিস্মৃতি [২০১৩], জ্যোৎস্নায় এক প্রাচীন নৌকা [২০১৬], হাতিয়ারওয়ালা [২০১৭], কুসুম কথা অমৃত [২০১৭], ইতি তোমার মুজিব [২০২০]। ছোটগল্প: আগুনের বিপদ-আপদ [১৯৯৪], শাদা কাহিনী [১৯৯৬], লাশ নাই [১৯৯৯], গল্প অন্যান্য ও ছবিলেখা [২০০৬]। প্রবন্ধ: রক্ত অনুষঙ্গ [২০০৬], তামাদিপাতা ও ভাষার আঙ্গিক [২০০৮], সৈয়দ শামসুল হক: আমাদের আধুনিকতার কয়েকটি দিক [২০১৭]। ছোটদের বই : কুফাভাইয়ের কুফাগিরি [২০০৬], বুলেটের আংটি [২০১৪]। যৌথ সম্পাদনা: স্বপ্নের সারসেরা, [২০১০]। অন্যান্য গ্রন্থ: জননীর জন্য গল্প ও লেখকের হত্যাকাণ্ড [২০০৫], সোনার দোয়াত-কলম [২০১৩]

প্রাপ্তিস্থান:
বাতিঘর অনলাইন, prothoma.com (কারওয়ান বাজার); পাঠক সমাবেশ কেন্দ্র, প্রথমা, সন্ধিপাঠ, জনান্তিক (শাহবাগ, ঢাকা); উজান, এবং কয়েকজন, কবিতা ক্যাফে (কাঁটাবন, ঢাকা), Rokomari.com, এছাড়া বইমেলায় অনুভব প্রকাশনীর ১৯৫ স্টলে।

বইটির প্রচ্ছদশিল্পী: আইয়ুব আল আমিন, প্রকাশক: অনুভব প্রকাশনী। ৪৪৮ পৃষ্ঠার বইটির দাম ৭০০ টাকা।

এসআই/এসএসএইচ/