একুশে বইমেলায় ‘তোমার জন্য কবিতা’
অমর একুশে বইমেলা উপলক্ষে উৎসব প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে কবি বুশরা হাবিবা এর দ্বিতীয় কাব্যগ্রন্থ "তোমার জন্য কবিতা "।
বইটির প্রচ্ছদ করেছেন জাহিদ রহমান। শুভেচ্ছা মূল্য ২৪০টাকা । বইটি বইমেলায় বাংলার প্রকাশন এর ২১২-২১৩ নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে।
বিজ্ঞাপন
চার ফর্মার এই বইতে রয়েছে ৫৬টি কবিতা। তার কবিতায় রয়েছে মূলত রয়েছে প্রেম, আকুলতা,আবেদন, অপেক্ষা। রয়েছে গভীর জীবন দর্শন , সারল্য, যাপিত জীবনের কথা, বিষাদ - বিষণ্ণতার কথা।
তবে সব ছাপিয়ে বইটি মূলত প্রেমের কবিতা ঘিরেই সাজানো, প্রিয় মানুষকে উৎসর্গ করে লেখা সেসব কবিতগুলো।
বুশরা হাবিবা পেশায় একজন ডাক্তার। 'মানুষকে ভালোবেসে পেশাগতভাবে একজন চিকিৎসক এবং মানুষের দেয়া দুঃখ ভালোবেসে একজন কবি ' - নিজেকে এভাবেই বর্ণনা করেন তিনি।
২০২২ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ 'প্রেম ধীরে মুছে যায় '।