অমর একুশে বইমেলা উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে লেখক এনআই আহমেদ সৈকতের ‘সকল যুগেই প্রাসঙ্গিক বন্ধবন্ধু’৷ বইটি প্রকাশ করেছে বাবুই প্রকাশনী।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘সকল যুগেই প্রাসঙ্গিক বন্ধবন্ধু’ একটি অনুপ্রেরণামূলক সংকলিত বই। আজকের তরুণ প্রজন্মের কাছেও তিনি যে সমানতালে প্রাসঙ্গিক এবং দেশপ্রেম ও দেশমাতৃকাকে গড়ে তোলার জন‌্য বঙ্গবন্ধুই যে অনুপ্রেরণার উৎস, তা ফুটিয়ে তোলা হয়েছে বইটিতে।

বইটি সম্পর্কে এনআই আহমেদ সৈকত বলেন, ‘একটি শোষিত ও পরাধীন জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়ে মুক্ত বাতাসে নি:শ্বাস নেয়ার অধিকার দিয়ে গেছেন যে অবিসংবাদিত নেতা, তিনি বাঙালির প্রাণের নেতা, স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের মহান এই স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু আজও আমাদের অনুপ্রেরণার বাতিঘর।’

তিনি বলেন, “তার যোগ‌্য কন‌্যা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ দেশকে যে উন্নয়ন অর্জনের দিকে নিয়ে যাচ্ছেন তা জাতির পিতা থেকেই অনুপ্রাণিত। বইটিতে যে লেখাগুলো রয়েছে তা অনেকটা বিশ্লেষণধর্মী। বিষয়ের প্রয়োজনে এতে বিভিন্ন উৎস থেকে তথ‌্য নেয়া হয়েছে। তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধু যে সবসময়ই প্রাসঙ্গিক হিসেবে আবর্তিত হন বইটির প্রতিটি লেখা পড়ে তা সবাই বুঝতে পারবে বলে আমার বিশ্বাস।”

বইটিতে ২৮টি বিষয়ভিত্তিক নিয়ে লেখা সংকলন করা হয়েছে, যা বিভিন্ন সময়ে দেশের প্রতিষ্ঠিত গণমাধ‌্যমে প্রকাশিত হয়েছে। এতে বঙ্গবন্ধুকে নিয়ে লেখার পাশাপাশি তার কন‌্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, এবং বিভিন্ন সময়ের সমসাময়িক রাজনৈতিক বিষিয়ভিত্তিক লেখাও আছে। এছাড়া শেখ ফজলুল হক মনি এবং বর্তমান যুবলীগের চেয়ারম‌্যান শেখ ফজলে শামস পরশকে নিয়ে একটি লেখা আছে।

মেলায় সরাসরি ৩৩৭ ও ৩৩৮ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এছাড়া রকমারি ডটকম থেকেও সংগ্রহ করা যাবে।

এমএম/এমজে