বইমেলায় মুনিরা প্রীতুর উপন্যাস 'ইনীশা’
অমর একুশে বইমেলা ২০২৩-এ এশিয়া প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে মুনিরা প্রীতুর উপন্যাস 'ইনীশা।' বইটির মলাট মূল্য ২৮০ টাকা। পাওয়া যাচ্ছে মেলার ১৩, ১৪, ১৫, ১৬ এই চারটি স্টলে।বইটির প্রচ্ছদ করেছেন রুদ্র কায়সার।
ইনীশা মুলত সামাজিক ঘরানার উপন্যাস।
বিজ্ঞাপন
আচ্ছা, এই যে বলা হয় সময়ের সাথে সাথে সবকিছু বদলেছে। সব উন্নত হয়েছে। আসলেই কি তাই? সবকিছু বদলে গেলেও একটি বিষয়ে অনেকেই একমত হবেন৷ সেটা হলো 'নারী জীবন।' নারী জীবনের যাতনা আগের মতই এক ও অভিন্ন রয়ে গেছে, বরং মডার্নিজম বা প্রযুক্তির উন্নয়নে ক্ষেত্রবিশেষে সেগুলোর আরো অবনতি হয়েছে।
কন্যা, জায়া, জননী, ভগিনী এই সম্বোধন গুলোর ভেতর আটকে পড়া মানুষগুলো হলো নারী। পুরুষ শাসিত সমাজ অথবা নারী দ্বারাই নারী নিষ্পেষিত হওয়া এই সমাজ ব্যবস্থায় মেয়েদের করুণ কাহিনী, জীবন সংসার, ভালোবাসা, ভালোলাগা, মন্দলাগা সবকিছু একে অন্যের সাথে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে আছে, যেন মোহমায়ার জালে আটকে আছে।
অনেকে এই জাল ছিঁড়ে বেরিয়ে আসতে পারে কিন্তু বেশিরভাগই সেই বন্ধন থেকে মুক্ত হতে পারে না। আজীবন সেই মায়ার বন্ধনে বাঁধা পড়ে থাকে।
'ইনীশা' সেই সব নারী জীবনের উথান-পতন, সামাজিক ও মানসিক ক্রাইসিস, এবং সেসব ক্রাইসিস থেকে বের হয়ে আসার গল্প বলবে। এ উপন্যাস কখনো হতাশার চাদরে মোড়ানো আলেয়ার আলো দেখাবে আবার কখনো সত্যিকারের আশার আলোয় পথ দেখিয়ে নিয়ে যাবে পাঠককে। যেখানে অপেক্ষা করে থাকবে মর্মভেদী অথচ স্বস্তিদায়ক এক সমাপ্তি।
লেখিকা মুনিরা প্রীতু আগে লেখালেখি করেছেন বিভিন্ন পত্রপত্রিকায়। দৈনিক প্রথম আলো ও রহস্যপত্রিকায় তিনি লিখতেন নিয়মিত। সামাজিক যোগাযোগ মাধ্যমেও লিখছেন বেশ কিছুদিন হলো।
ছোটবেলা থেকেই প্রচুর বই পড়ার অভ্যাস তার। অনার্স মাস্টার্স করেছেন সবুজে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। বিষয় ছিল 'ইংরেজি সাহিত্য ও ভাষা।'
তিনি বর্তমানে বসবাস করছেন যুক্তরাষ্ট্রের টেক্সাসে। ২০১৯ সালের বইমেলাতে তার প্রথম বই 'স্বপ্নচারিণী' প্রকাশিত হয়।