‘মানুষের মনোজগত এক অদ্ভুত জিনিস। কখনো এটি একদমই দুর্বল, আবার কখনো ভীষণ পরাক্রমশালী। আর এজন্য মানুষকে বলা হয় সৃষ্টির সেরা জীব। এই মন এক রক্ত মাংসের মানুষকে বানিয়ে ফেলে অসীম ক্ষমতার অধিকারী। রহস্য ঘেরা এই মনোজগতে রয়েছে এক একটি কেন্দ্র, এক একটি পথ। একেক পথে বিচরণ করে ভিন্ন চিন্তা, আর এসব চিন্তা বাস্তবায়ন করতে গিয়ে কেউ হয়ে উঠে সর্বশ্রেষ্ঠ আর কেউ হারিয়ে যায় অন্ধকারের অতলে।’

‘হয়ে উঠি অন্য মানবী’-তে লেখক ইয়াসমিন রশীদ এভাবেই ব্যক্ত করেছেন নিজের কথা। যেখানে তিনি বলেছেন, মনোজগতের রহস্যের কথা কিংবা কখনো পৃথিবীর প্রান্ত জুড়ে ভালোভাবে বেঁচে থাকার কথা। তার কথা ৯টি স্বতন্ত্র গল্পের মাধ্যমে উঠে এসেছে মানুষের হাসি, কান্না, বেদনা, আনন্দ, সুখ, অসুখ, জয়, পরাজয়, কিংবা চরম ব্যর্থতার গ্লানির কথা। বইটির প্রত্যেক পরতে পরতে পাঠক হয়ত খুঁজে পাবেন নিজেকে কিংবা কোথাও নিজের অস্তিত্বর সঙ্গে মেলবন্ধন পেয়ে যাবেন।

বই সম্পর্কে লেখক ইয়াসমিন রশিদ বলেন, পৃথিবী যতই সন্ত্রাস, উগ্র রাজনীতি বা ধর্মীয় দলাদলি নিয়ে বিপর্যস্ত হোক না কেন, জীবন কোনো শাস্ত্রীয়বিধি বা নীতি আদর্শে বন্দি হওয়ার জিনিস নয়। রাষ্ট্রীয়, সামাজিক ও ধর্মীয় নিয়মনীতির ঊর্ধ্বে উঠে জীবনকে বিকশিত করার ও সুন্দরভাবে বাঁচার কিছু মৌলিক সূত্র আছে। যা এই বইটিতে ধারাবাহিক গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

বইটি প্রকাশ করেছে মূর্ধন্য প্রকাশনী। অমর একুশে বইমেলার ২৬৪-২৬৫ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। এ ছাড়া রকমারি ডটকম থেকেও বইটি কিনতে পারবেন পাঠকরা।