একুশে বইমেলায় মুহিব্বুল্লাহ কাফির শিশুতোষ গল্পগ্রন্থ ‘মতি ও প্রজাপতি’

অমর একুশে বইমেলা উপলক্ষে শব্দকথা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে মুহিব্বুল্লাহ কাফি’র শিশুতোষ গল্পগ্রন্থ ‘মতি ও প্রজাপতি’। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন, আশীষ আচার্য্য। মুদ্রিত মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা।

বইটি সম্পর্কে মুহিব্বুল্লাহ কাফি বলেন, ' শিশুতোষ এই গল্পগ্রন্থটি আমার একান্ত প্রিয়। যেন আমার সন্তান। যাকে আমি তিল তিল করে বইয়ের রুপ দিয়েছি। শিশু-কিশোদের সামনে এনেছে। শিশুদের মন মেজাজের ধাচে তৈরি করেছি মতি ও প্রজাপতি।

তিনি আরও বলেন, এ গ্রন্থের গল্পগুলো ছোট ছোট বাক্যে লেখা হয়েছে। সহজ সরল ও সাবলীলভাবে বর্ণনা করা হয়েছে গল্পের থিমগুলো। ছোট বাচ্চারা যখন মতি ও প্রজাপতি বইটি পড়বে, বইটির গল্পগুলোই তাদেরকে টেনে নিয়ে যাবে, পড়তে উৎসাহিত করবে। প্রত্যেকটা গল্পের ভেতরে ইসলামের ছোঁয়া দিয়েছি।  যা শিশুকিশোদের মস্তিষ্ককে শুদ্ধ করবে। 

মতি ও প্রজাপতি বইটিতে, শিক্ষানীয়, উপদেশ মূলক এবং মজার মজার গল্প আছে। যেগুলো একজন শিশু কিশোরের জ্ঞানের পরিধি বৃদ্ধি করবে। তাদেরকে বইমূখী করবে। 
বইটির প্রত্যেকটা গল্পের অলংকার চমৎকার। যা পাঠককে গল্পের পাশাপাশি গল্পের অলংকারগুলোও আকৃষ্ট করবে। 

অমর একুশে বইমেলার শব্দকথা প্রকাশনী (স্টল নং ২০৬(গ)-তে পাওয়া যাচ্ছে  মুহিব্বুল্লাহ কাফি'র শিশুতোষ গল্পগ্রন্থ 'মতি ও প্রজাপতি'।

এনটি